Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৩ ১৩:০১

২০২১ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২১ সালে ওয়ানডে ও টি-টোয়ন্টি। এরপর ২০২২ সালে দুই দফায় প্রথমে টেস্ট আর পরে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল টাইগাররা। এবার ২০২৩ সালেও দেশটিতে সফরের সূচি প্রকাশিত হলো।

ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে নিউজিল্যান্ডে বাংলাদেশ সফর করবে ২০২৩ সালের শেষ দিকে। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

বিজ্ঞাপন

এ মৌসুমে বাংলাদেশ ছাড়াও কিউইরা খেলবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ ছাড়া মেয়েদের দল খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুই—এ চারটি ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মৌসুম শুরু করবে নিউজিল্যান্ড।

তবে এর আগে বাংলাদেশ এসে ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি স্বরূপ এই সিরিজ খেলার কথা রয়েছে দুই দেশের মধ্যে।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি

ওয়ানডে সিরিজ—

১৭ ডিসেম্বর, প্রথম ওয়ানডে (ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন)

২০ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে (স্যাক্সটন ওভাল, নেলসন)

২৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে (ম্যাকলিন পার্ক, নেপিয়ার)

টি-টোয়েন্টি সিরিজ—

২৭ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি (ম্যাকলিন পার্ক, নেপিয়ার)

২৯ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি (বে ওভাল, মাউন্ট মঙ্গানুই)

বিজ্ঞাপন

৩১ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি (বে ওভাল, মাউন্ট মঙ্গানুই)

সারাবাংলা/এসএস

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ সূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর