এবার বাংলাদেশ নারী দলের বড় হার
১৯ জুলাই ২০২৩ ১৭:৫৭
তিন দিনের মধ্যে ভারতীয় নারী দলকে দুবার হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জেতার পর গত রোববার ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটল উল্টো ঘটনা। ভারতীয় নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই কুলিয়ে উঠতে না পারা বাংলাদেশ ম্যাচ হেরেছে ১০৮ রানের ব্যবধানে। আগে ব্যাটিং করে ২২৮ রানের বড় স্কোর গড়েছিল ভারতীয় নারী দল। পরে ১৪ রানের ব্যবধানে ৭ উইকেট হারানো বাংলাদেশ গুটিয়ে গেছে ১২০ রানেই।
বাংলাদেশের এই হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরল। তিন ম্যাচের এই সিরিজটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
মঙ্গলবার (১৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিততে হলে রানের রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। এর আগে সর্বোচ্চ ২২০ রান টপকে জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। বড় রানের তাড়া করতে নেমে শুরুতেই চাপে পরে যায় স্বাগতিকরা। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে নিগার সুলতানা জ্যোতির দল।
এরপর ফারজানা হক ও ঋতু মনি দুর্দান্ত একটা জুটি গড়ে তোলেন। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন দুজন। এই জুটি আশাই দেখাচ্ছিল বাংলাদেশকে। কিন্তু এই জুটি ভাঙার পর যেন রীতিমতো মড়ক লাগল বাংলাদেশের ইনিংসে! ১৪ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।
৮১ বল খেলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করা ফারজানা হক বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। ৪৬ বলে ৩টি চারের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন ঋতু মনি। ভারতের পক্ষে জেমিমা রদ্রিগেজ ৩ রানে চার উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাটিংয়েও বাংলাদেশকে ভুগিয়েছেন জেমিমা। মিডল অর্ডারে ৭৮ বল খেলে ৯টি চারের সাহায্যে ৮৬ রান করেছেন। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর করেছেন ৫২ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ভারত।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
সারাবাংলা/এসএইচএস