ভুতুড়ে হারে ফাইনালের সুযোগ হারাল বাংলাদেশ
২১ জুলাই ২০২৩ ২১:১০ | আপডেট: ২১ জুলাই ২০২৩ ২১:৪৬
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আগে বোলিং করে ভারতকে ২১১ রানেই আটকে রেখেছিল বাংলাদেশের বোলিং আক্রমণ। তার চেয়ে বড় কথা জবাব দিতে নেমে ১২ ওভারেই বিনা উইকেটে ৭০ রান তুলে ফেলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবুও ফাইনালে উঠা হলো না বাংলাদেশ ইমার্জিং দলের।
৭০ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৩৭ রানে হারাল শেষ ছয় উইকেট। শেষ দিকে যেন মড়ক লাগল বাংলাদেশের ইনিংসে! দুর্দান্ত শুরুটা পর ভুতুড়ে শেষে বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৬০ রানে। যাতে জয়ের সুন্দর সম্ভবনা থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ৫১ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।
এই হারে সেমিফাইনালেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপ যাত্রা। অপর দিকে অপ্রত্যাশিত জয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে প্রথম দল হিসেবে আগেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে পাকিস্তান।
শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের ২১১ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল অসাধারণ। দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম শুরুতে তুলোধুনো করেছেন ভারতীয় বোলারদের। প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৬০ রান তোলেন দুজন। ১২ ওভারে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৭০।
এরপরই যেন তাল হারিয়ে ফেলল বাংলাদেশ। ৩৮ বলে ৪০ রান করা নাঈম শেখ সরাসরি বোল্ড হলে ওপেনিং জুটি ভেঙেছে। খানিক বাদে অপর ওপেনার তানজিদ হাসান তামিম ও তিনে নামা জাকির হাসান ফিরেছেন মাত্র ৪ রানের ব্যবধানে। ৫৬ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৪ রান করে ফিরেছেন তানজিদ তামিম। জাকির ফিরেছেন ১১ বলে ৫ রান করে।
চার নম্বরে নামা অধিনায়ক সাইফ হাসান বেশ ভালোই খেলছিলেন। কিন্তু সাইফ ২৪ বলে ২২ রান করার পর ফিরলে আর দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৩৭ রানে শেষ ছয় উইকেট হারিয়ে ১৬০ রানে গুটিয়ে গেছে জুনিয়র টাইগাররা। মাহমুদুল হাসান জয় শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। কিন্তু উপযুক্ত সঙ্গী খুঁজে পাননি। নবম ব্যাটার হিসেবে ফিরেছেন ৪৬ বলে ২০ রান করে।
ভারতের পক্ষে নিশান্ত সিন্ধু ৮ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। মানব সুথার ৩২ রানে নিয়েছেন তিন উইকেট।
এর আগে বোলিংয়ে ভারতকে কাঁপিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে বড় জুটি গড়তে দেয়নি বাংলাদেশ। ওপেনার সুদর্শনকে শুরুতেই ফেরান তানজিম হাসান সাকিব। এরপর নিকিন জোস ও অভিষেক শর্মা দলকে টানার চেষ্টা করেছেন।
চার রানের ব্যবধানে এই দুজনকে ফিরিয়ে ভারতীয়দের বড় ধাক্কাটা দিয়েছেন দুই স্পিনার রাকিবুল হাসান ও সাইফ হাসান। চারে নেমে যশ ঢোল কার্যকরী একটা ইনিংস খেলেছেন। কিন্তু অপরপ্রান্ত থেকে নিয়মিতই ভারতের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যশ অনেকক্ষণ ক্রিজে থাকলেও তাই দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি।
৪৯.১ ওভারে ২১১ রানে থেমেছে ভারত ইমার্জিং দল। যশ সর্বোচ্চ ৬৬ রান করেছেন। নিকিল জোস ১৭ ও অভিষেক শর্মা ৩৪ রান করেছেন।
বাংলাদেশের হয়ে মাহেদি হাসান ৩৯ রানে, রাকিবুল হাসান ৩৬ রানে ও তানজিম হাসান সাকিব ৫৬ রানে দুটি করে উইকেট নিয়েছেন। রিপন মণ্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস