Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই আরও তিনজন

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩ ১৪:০৫

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যেখানে চমক বলতে কেবল তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ১৭ সদস্যের দলের সঙ্গে আছেন আরও তিনজন স্ট্যান্ডবাই।

২২ বছর বয়সী তরুণ ওপেনার ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন দলে। কিছুদিন আগে শেষ হওয়া ওই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তামিম।

বিজ্ঞাপন

১৭ সদস্যের দলের সঙ্গে যে তিনজন স্ট্যান্ডবাই’তে আছেন তারা হলেন- তাইজুল ইসলাম, সাইফ হাসান এবং তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে খেলেছিলেন তাইজুল ইসলাম। তবুও জায়গা হয়নি এশিয়া কাপের মূল দলে। তবে দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন অভিজ্ঞ এই স্পিনার। এদিকে দেশের হয়ে ছয়টি টেস্ট আর দুটি টি-টোয়েন্টি খেললেও এখনও তরুণ ওপেনার সাইফ হাসানের অভিষেক হয়নি ওয়ানডেতে। এবার এশিয়া কাপের স্ট্যান্ডবাইতে আছেন।

২১ বছর বয়সী তানজিম হাসান সাকিব ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে নজর কেড়েছেন। তবে এখনই মূল দলে সুযোগ হচ্ছে না তার। আছেন তিনজনের স্ট্যান্ডবাইতে।

আগামীও ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলংকায় মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।

১৭ সদস্যের মূল দল—

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন এবং মোহাম্মদ নাইম শেখ।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই—

তাইজুল ইসলাম, সাইফ হাসান এবং তানজিম হাসান সাকিব।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ টপ নিউজ দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর