অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
১৪ আগস্ট ২০২৩ ১৭:৩৭
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প করছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ অনুশীলনের সময় হঠাৎ আগুন লেগে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইটে। অবশ্য বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। কয়েক মিনিট পর আপনাতেই নিভে গেছে আগুন।
সোমবার (১৪ আগস্ট) ম্যাচের আবহে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। মেঘলা আবহাওয়ার কারণে ক্রিকেটাররা অনুশীলন করছিলেন ফ্লাডলাইট জ্বালিয়ে। একটা সময় ব্যাটিংয়ে ছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। বোলার-ফিল্ডাররা প্রস্তুত। তেমন সময় হঠাৎ পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে আগুন জ্বলে উঠে।
দৃশ্যটি দেখে চমকেই উঠেন ক্রিকেটাররা। মুশফিক-শান্তরা হেটে ড্রেসিংরুমের দিকে যান। তবে দুই-তিন মিনিট পর এমনিতেই নিভে গেছে আগুন। পরে আবারও অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা।
শর্টসার্কিটের কারণে আগুণ লেগেছে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ড বিভাগের ম্যানেজার আবদুল বাতেন। তিনি বলেন, ‘শর্টসার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। ফ্লাডলাইট পাল্টাতে হবে না।’
পাকিস্তান ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। শুরু হবে ৩০ আগস্ট থেকে। এশিয়া কাপকে সামনে রেখে ২৫ আগস্ট পর্যন্ত অনুশীলন করবেন ক্রিকেটাররা।
সারাবাংলা/এসএইচএস