ছবিতে ফিফা নারী বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩ ১৬:৪৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ১৮:৩৪
২১ আগস্ট ২০২৩ ১৬:৪৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ১৮:৩৪
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের ফিফা নারী বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারায় স্প্যানিশরা। নারী বিশ্বকাপের ৯ম আসরে রেকর্ড ১৯ লাখ ৭৮ হাজার ২৭৪ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। ম্যাচ প্রতি ৩০ হাজার ৯১১ জন।
ছবি: বিবিসি থেকে সংগৃহীত
- ২০ জুলাই: ২০২৩ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
- ২০ জুলাই: বিশ্বকাপের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের হানাহ উইলকিনসনের জয়সূচক গোল।
- ২০ জুলাই: ১৬ বারের চেষ্টার পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক আলি রাইলির চোখে আনন্দের অশ্রু।
- ২৩ জুলাই: ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করে জামাইকা। ড্রেসিংরুমে উদযাপন করছেন পেইজ বেইলি গেইল, ডিনেইশা ব্ল্যাকউড এবং জোডি ব্রাউন।
- ২৪ জুলাই: পানামার বিপক্ষে হ্যাটট্রিক করে ব্রাজিলকে ৪-০ গোলের জয় এনে দেওয়ার মুহূর্তের উদযাপন করছেন অ্যারি বোর্গাস
- ২৫ জুলাই: বিশ্বকাপে নিজেদের অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের পর উদযাপন ফিলিপাইন্সের সারিনা বোল্ডেন।
- ২৬ জুলাই: নিজেদের প্রথম বিশ্বকাপে প্রথম গোল করার পর রিপাব্লিক অব আয়ারল্যান্ডের অধিনায়ক কেটি ম্যাকাব (বাম পাশে) উদযাপনে মাতেন সতীর্থ মেগান কনলির সঙ্গে।
- ২৭ জুলাই: নাইজেরিয়ার ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়েন অ্যাসিসাট অশোয়ালা। সেই সঙ্গে যৌথ আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে নাইজেরিয়াকে ৩-২ গোলের জয় এনে দেন।
- ২৯ জুলাই: পানামার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের পর উদযাপন করছেন জামাইকার অ্যালিসন সোবি, ড্রিউ স্পেঞ্চ এবং আটলান্টা প্রাইমাস।
- ৩০ জুলাই: জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে কলম্বিয়ার ম্যানুয়েলা ভেনেগাসের হেডে গোল করার মুহূর্ত।
- ৩০ জুলাই: বিশ্বকাপের মঞ্চে প্রথম হিজাব পরে খেলতে নামেন মরক্কোর নউহাইলা বেনজিনা। এদিন তার দল দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারায়।
- ৩১ জুলাই: কোস্টারিকাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের পর উদযাপনে জাম্বিয়ার খেলোয়াড়রা।
- ১ আগস্ট: চায়নাকে ৬-১ গোলের ব্যবধানে হারানোর ম্যাচে লরেন জেমস দুই গোল এবং তিন অ্যাসিস্ট করে উদযাপনের মুহূর্তে।
- ২ আগস্ট: গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা জামাইকার খাদিজা শ’র সঙ্গে।
- ২ আগস্ট: বিশ্বকাপে অভিষেকে গ্রুপ পর্ব থেকে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নেয় পানামা। তবে ফ্রান্সের বিপক্ষে ৬-৩ গোলের ব্যবধানে হারার ম্যাচে তৃতীয় গোল করার পর পানামার খেলোয়াড়দের বাধ ভাঙা উল্লাস।
- ৩ আগস্ট: বিশ্বকাপে ৯ম বারের মতো অংশগ্রহণ করতে এসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায়ের মুহূর্তে জার্মানি।
- ৩ আগস্ট: জার্মানির কাছে ৬-০ গোলে হারের পরেও অভিষেক বিশ্বকাপেই নকআউট পর্ব নিশ্চিত করে উল্লাসে মাতে মরক্কো।
- ৬ আগস্ট: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে শেষ ষোলো থেকে বিদায় করে দেওয়ার পর সুইডেনের উদযাপন।
- ৭ আগস্ট: শেষ ষোলোতে নাইজেরিয়াকে টাইব্রেকারে হারানোর ম্যাচে ইংল্যান্ডের লরেন জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নাইজেরিয়ার মিশেল অ্যালজিকে পায়ে পাড়া দিয়ে লাল কার্ড দেখেন তিনি।
- ১২ আগস্ট: মেয়েদের বিশ্বকাপে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ টাইব্রেকার অনুষ্ঠিত হয় ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে। যেখানে অস্ট্রেলিয়ার কর্টনি ভাইন জয়সূচক গোলটি করেন।
- ১৫ আগস্ট: সুইডেনের বিপক্ষে ৮৯ মিনিটে গোল করে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলেন ওলগা কারমনা।
- ১৬ আগস্ট: অস্ট্রেলিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে ওঠার পর উদযাপন করছেন অধিনায়ক মিলি এবং কোচ সারিনা উইগম্যান।
- ১৬ আগস্ট: সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায়ের ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কের ২৫ গজ দূর থেকে করা অবিশ্বাস্য গোল।
- ১৯ আগস্ট: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয়স্থানে থেকে শেষ করে সুইডেন।
- ২০ আগস্ট: ইংল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপ জয় করে স্পেন।
সারাবাংলা/এসএস