ব্যাটিং বিপর্যয়ে ১৬৪ রানেই অলআউট বাংলাদেশ
৩১ আগস্ট ২০২৩ ১৯:০৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ১৯:৩৪
দুই তরুণ ওপেনার ফিরলেন শুরুতেই। সাকিব আল হাসানও দাঁড়াতে পারেননি। ৩৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের হয়ে পরে দাঁড়াতে পেরেছেন কেবল নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনে নামা শান্ত একাই ৮৯ রান করলেও অপরপ্রান্তে সেভাবে কেউ দাঁড়াতেই পারলেন না। ফলাফল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬৪ রানেই থেমে গেল বাংলাদেশ।
আধুনিক ওয়ানডে ফরম্যাটে এই রান তেমন কিছুই নয়। অর্থাৎ এশিয়া কাপের শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। চোটের কারণে আজ সেরা একাদশ নামাতে পারেনি বাংলাদেশ। তবে চোট সমস্যা বাংলাদেশের চেয়েও বেশি ছিল শ্রীলংকার। চোটের কারণে নিয়মিত খেলা তিন বোলারকে পায়নি লংকানরা। অথচ শ্রীলংকার সেই বিকল্প বোলিং আক্রমণের বিপক্ষেই খাবি খেল বাংলাদেশ!
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল, লিটন দাসের অনুপস্থিতিতে দুই তরুণ ওপেনার নাঈম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিম পুরো ব্যর্থ হয়েছেন।
রানের খাতা খোলার আগেই বিদায় তামিম। নাঈম শেখও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ১৬ রান করে। চারে নেমে হাল ধরতে চেয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিবের প্রতিরোধ বড় হয়নি। মাতিশা পাতিরানার দুর্দান্ত একটা বলে মিস হিটে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন ৫ রান করে।
এরপর দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় ৫৯ রানের একটা জুটি গড়ে স্বস্তি দিয়েছেন। তবে দাশুন শানাকার বলে হৃদয় ফিরলে এরপর টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪১ বলে ২০ রান করে ফিরেছেন হৃদয়। ছয়ে নেমে মুশফিকুর রহিম পাতিরানার বাউন্সারে ফিরেছেন ১৩ রান করে।
এরপর শান্তকে একপ্রান্তে রেখে অপরপ্রান্ত থেকে একের পর এক আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।
৪৩তম ওভারে ১৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৯ রান করেছেন শান্ত। এই রান করতে ১২২ বল খেলে ৭টি চার মেরেছেন শান্ত। শ্রীলংকার পক্ষে মাতিশা পাতিরানা ৩২ রানে চার উইকেট তুলে নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস