Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালান্ডের হ্যাটট্রিকে সিটির বড় জয়, হেরেছে চেলসি

স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৭

সদ্যই উয়েফার সেরা খেলোয়াড়ের পুরষ্কার পকেটে তুলেছেন এর্লিং হালান্ড। তারপরের ম্যাচেই ঘরের মাঠে হ্যাটট্রিক করে জানান দিলেন এই মৌসুমেও চলবে হালান্ড জাদু। ফুলহামের বিপক্ষে প্রথমে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করালেন। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে করলেন হ্যাটট্রিক। তাতেই ম্যানচেস্টার সিটি জয় পেল ৫-১ গোলের ব্যবধানে। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে চেলসি।

বিজ্ঞাপন

লিগের নতুন মৌসুমে এসে হ্যাটট্রিকের দেখা পেতে হালান্ডকে অপেক্ষা করতে হলো মাত্র চার ম্যাচ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের ষষ্ঠ ম্যাচে এসেই পেয়ে গেলেন হ্যাটট্রিক। হালান্ডের হ্যাটট্রিকেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা পেল টানা চতুর্থ জয়ের দেখা।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ফুলহামকে ৫-১ গোলের ব্যবধানে জিতেছে। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান টিম রিম। বিরতির ঠিক আগে স্বাগতিকরা লিড পুনরুদ্ধার করে নাথান আকের গোলে।

প্রথমার্ধে হালান্ড গোলের দেখা না পেলেও আলভারেজের গোলে অবদান ছিল তার। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই হালান্ডের জাদু। ৫৮ মিনিটে দারুণ এক গোলে স্কোরশিটে নাম তোলেন হালান্ড। ৭০ মিনিটে আলভারেজকে ফাউল করায় পেনাল্টি পায় সিটি আর স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন হালান্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সার্জিও গোমেজের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। গেল মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। প্রিমিয়ার লিগের এক মৌসুমে এত গোল করার রেকর্ড নেই আর কারও।

প্রিমিয়ার লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করেছে ম্যান সিটি। তারা ধরে রেখেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। সমান ম্যাচে ফুলহ্যামের পয়েন্ট ৪। তাদের অবস্থান পয়েন্ট তালিকার ১৩ নম্বরে।

এদিকে দল গড়তে কাড়ি কাড়ি অর্থ খরচ করেও লাভ হচ্ছে না চেলসির। ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে অল ব্লুজরা। গোটা ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় নটিংহামের গোল বরাবর। অন্যদিকে নটিংহাম ২৪ শতাংশ বল দখলে রেখে ৭টি শট নেয়। ম্যাচের ৪৮তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নটিংহামে খেলতে আসা অ্যান্থনি এলেঙ্গার গোলে লিড নেয় সফরকারিরা। আর শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরেস্ট।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে চেলসির এটি দ্বিতীয় হার। বাকি দুই ম্যাচে একটি করে জয় আর ড্র। অন্যদিকে নটিংহাম ফরেস্ট নিজেদের চার ম্যাচের মধ্যে দুটি করে জয় ও হার। লিগ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নটিংহাম আর ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে চেলসি।

দিনের অন্য ম্যাচে বার্নলির বিপক্ষে পিছিয়ে পড়েও হিউং মিন সনের হ্যাটট্রিকে ৫-২ গোলের ব্যবধানে জিতেছে টটেনহাম হটস্পার্স।

সারাবাংলা/এসএস

এর্লিং হালান্ড চেলসি বনাম নটিংহাম ফরেস্ট ম্যানচেস্টার সিটি বনাম ফুলহাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর