তিন হাজার মিটার উচ্চতাতেও আর্জেন্টিনার দাপুটে জয়
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৩
ফুটবলারদের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সৃষ্টি করে বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২২৫ মিটার উচ্চতায় খেলতে হয় খেলোয়াড়দের। আর তাই তো এই লাপাজে খেলা সবচেয়ে চ্যালেঞ্জিং মাঠের একটি। তবে এবার লিওনেল মেসিকে ছাড়াই লাপাজের উচ্চতা জয় করেছে বিশ্বজয়ী আর্জেন্টিনা।
বলিভিয়ার মাঠেই তাদের ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আলবেসিলেস্তেদের হয়ে গোল করেছেন এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস টাগলিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেস। এই নিয়ে বিশ্বকাপের পর খেলা ৬ ম্যাচের প্রতিটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা ১৭ গোল করলেও হজম করেনি কোনো গোল।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর তাই তো বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার শঙ্কা তৈরি হয়ে তাকে ঘিরে। শেষ পর্যন্ত মেসিকে ছাড়াই দল সাজান লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণ সাজাতে থাকে আর্জেন্টিনা। প্রথম দিকে একটু সতর্ক থেকেই খেলছিল তারা। তবে সময়ের সঙ্গে আক্রমণের ধার বাড়াতে থাকে স্কালোনি শীষ্যরা। ম্যাচের ৩১ মিনিটে গোল আদায় করে নেয় এঞ্জো ফার্নান্দেজ। হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া সেটি পাঠান বক্সে। দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন চেলসি মিডফিল্ডার।
আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার ৮ মিনিত পর বলিভিয়ার খেলোয়াড় রবার্তো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরেই তাদের চেপে ধরে বিশ্বকাপজয়ীরা। এরপরই ডি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন টালিয়াফিকো। এতেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ফিরে কিছুটা রয়ে সয়ে খেলতে থাকে ডি মারিয়ারা। তবে তৃতীয় গোলও পেয়ে যায় তারা। নিকোলাস গঞ্জালেস করেন তাদের তৃতীয় গোলটি। এতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বজয়ীরা।
সারাবাংলা/এসএস
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব বলিভিয়া বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব