Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন আর্জেন্টিনার স্কোয়াড


১৫ মে ২০১৮ ১৫:০৩ | আপডেট: ১৫ মে ২০১৮ ১৫:৪৩

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে লিওনেল মেসি-জর্জ সাম্পাওলির আর্জেন্টিনা। ৩৫ সদস্যের দল সাজাতে ইউরোপ ঘুরে বেড়ান আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। আক্রমণভাগে মেসির সঙ্গে তিনি প্রাথমিক দলে রেখেছেন ইনজুরিতে থাকা ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরোকে।

এছাড়া, মেসি-আগুয়েরোর সঙ্গে আক্রমণভাগ সাজাতে আর্জেন্টিনা রেখেছে জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালাকে।

আরও আছেন  মাউরো ইকার্দি। ইতালির শীর্ষ লিগের এই মৌসুমে ২৮ গোল করেছেন ইকার্দি। ২০১৩ সালে অভিষেকের পর থেকে কেবল চার ম্যাচ আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে পেরেছিলেন তিনি।

আগামী ৪ জুনের মধ্যে ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘ডি’ তে খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে। ১৬ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসি অ্যান্ড কোং। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবালেরো, নাহুয়েল গুজম্যান ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো, এডুয়ার্দো সালভিয়ো, হাভিয়ের মাশ্চেরানো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেল্লা, ফেদ্রিকো ফ্যাজিও, মার্কোস রোহো, রামিরো ফুয়েনস মোরি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা ও ক্রিস্টিয়ান আনসালদি।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি, রিকার্ডো সেঞ্চুরিওন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লুকাস বিগলিয়া, গুইদো পিজারো, এনজো পেরেজ, এভার বানেগা, জিওভানি লো সেলসো, লিওনার্দো পারেদেস, রদ্রিগো বাট্টাগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, ক্রিস্টিয়ান পাভোন ও পাবলো পেরেজ।
ফরোয়ার্ড: পাওলো দিবালা, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, মাউরো ইকার্দি, লাউটারটো মার্টিনেজ ও দিয়েগো পেরোত্তি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর