বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন টাইগাররা
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২
তামিম ইকবালকে বাইরে রেখে গতকাল বিশ্বকাপ দল ঘোষণা করা হলে যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল তার রেস এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গে ঘুরে ফিরেই আসছে তামিম প্রসঙ্গ। এর মধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতের বিমান ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী চার্টাড ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ দল সরাসরি যাবে আসামে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গৌহাটিতে। ৭ অক্টোবর বাংলাদেশ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ধর্মশালায়, প্রতিপক্ষ আফগানিস্তান।
বিমান ধরার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ যখন খেলে সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে অনেক ছোট ছেলে যাচ্ছে, ইয়াং নেম। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই বেস্ট টিম। এটাই মানতে হবে।’
সারাবাংলা/এসএইচএস