Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশা ভুলতে চায় আবাহনী


১৫ মে ২০১৮ ১৭:০৬

স্টাফ করেসপন্ডেন্ট ।।

মালদ্বীপ থেকে বিধ্বস্ত হয়ে ফিরে ঢাকা আবাহনী ট্রোমা থেকে বের হতে পারেনি এখনও। নিউ রেডিয়ান্টের কাছে বিশাল ব্যবধানে হেরে ‘অন্ধকারে সুই খোঁজার চেষ্টা’ করছে। খর্ব শক্তি নিয়ে এবার ভারতের পরাক্রমশালী ব্যাঙ্গালুরুর বিপক্ষে নামতে যাচ্ছে।

আবাহনীর শিবিরে গোলা-বারুদের মজুদ আছে ঠিকই তবে তা মাঠে কাজে লাগানো কঠিন হয়ে পড়েছে। কারণ, কার্ড সমস্যায় দল থেকে ছিটকে গেছেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা ও সানডে সিজোবা। ফাহাদের সম্ভাবনাও কম বলে জানা গেছে। এলিসনের জায়গায় মূল একাদশে সুযোগ পেতে পারেন স্থানীয় ফুটবলার বাদশা ও সানডের জায়গায় জীবন।

এতো হতাশার মধ্যেও আশা খুঁজে বেড়াচ্ছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। গেল আসরে ঢাকায় এএফসি কাপে ব্যাঙ্গালুরুকে মাটিতে নামিয়েছিলো তারা। এই একটা জয় হয়তো প্রেরণা দেবে।

অন্যদিকে পয়েন্ট টেবিলে জয়ের বিকল্প না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকায় পা রেখেছে ব্যাঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীরা পুরো তিন পয়েন্ট নিয়ে ঢাকা ত্যাগ করতে চায়। আবার একই সময়ে ভারতের মাটিতে আইজল আর নিউ রেডিয়ান্টের দিকে তাকিয়ে থাকতে হবে ব্যাঙ্গালুরুকে। ওই ম্যাচে নিউ রেডিয়ান্ট জয় পেলে গ্রুপ পর্ব উতরে চলে যাবে।

তাই গোলা-বারুদ নিয়ে মাঠে নামবে দল স্পষ্টভাবে বলে দিয়েছে কোচ আলবার্ট রাকো, ‘আমাদের জয়ের কোন বিকল্প নেই। কঠিন হবে অবশ্যই। আবাহনী পেশাদার ক্লাব। তবে আমরা ছেড়ে দেব না। টাফ গেম হবে।’

মালদ্বীপে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে আসা ঢাকার জায়ান্টরা ঘুরে দাঁড়াতে চায়। মনোবল বাড়ানোর কাজ করার পাশাপাশি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়। যেমনটা বললেন দলের কোচ টিটু, ‘আবাহনী এতো বড় ব্যবধানে হারার দল নয়। এই ম্যাচে যদিও দুজন বিদেশি নেই, দেশিদের সুযোগ কাজে লাগাতে হবে। কঠিন হবে ম্যাচটা। তবে ছেড়ে দেব না আমরাও।’ দলের ডিফেন্ডার রায়হানের মুখেও একই সুর।

বিজ্ঞাপন

বুধবার (১৬ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি সোয়া সাতটায় মাঠে গড়াবে। একই সময়ে ভারতের গোহাটিতে আইজলের বিপক্ষে নামবে মালদ্বীপের নিউ রেডিয়ান্ট। জয়ের বিকল্প নেই কারও।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর