Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর রাজপথ-ফুটপাতে বিশ্বকাপ উন্মাদনা


১৫ মে ২০১৮ ১৮:৫২

হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ।।

রাশিয়া বিশ্বকাপ ফুটবল আনন্দের স্রোত হাজার হাজার মাইল ছাড়িয়ে বাংলাদেশেও আসছে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়েছে ইতোমধ্যেই। রাজধানীর আকাশে অনেক জায়গাই শোভা পাবে বিশ্ব ফুটবলের শক্তিধর দেশগুলোর পতাকা।

বিশ্বের সবথকে জনপ্রিয় খেলা হওয়ায় ফুটবলের উন্মাদনা স্বাভাবিকভাবেই একটু বেশি। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে থেকেই শুরু হয় এই উন্মাদনা। চায়ের কাপে কিংবা আড্ডায়, অফিস কিংবা বাড়িতে সবখানেই চলতে থাকবে এই উন্মাদনা। সবখানে এখন আলোচনার টপিক বিশ্বকাপ ফুটবল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশিরাও মেতে উঠছে রাশিয়া বিশ্বকাপকে ঘিরে। চলছে পছন্দের দলের জার্সি কেনা। পতাকা উড়ানোর দিক থেকেও কেউ পিছিয়ে থাকতে চাইছে না। আর বিশ্বকাপের পতাকা উড়ানোর মাতামাতি রাজধানীতে নতুন নয়।

মঙ্গলবার (১৫ মে) তেমনই দেখা গেল ব্যস্ত ঢাকার রাজপথে। তামিম-মুশফিক-মাশরাফিরা যখন মিরপুর স্টেডিয়ামে আসন্ন আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিয়ে ব্যস্ত, তখন ক্রিকেটের পাশাপাশি ফুটবল পাগলরা ব্যস্ত মেসি-নেইমারদের জার্সি আর তাদের দেশের পতাকা কিনতে। আপাতত তামিম-সাকিবদের নিয়ে চিন্তার বাইরে থেকে আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেন-জার্মানির পতাকা কিনছে শত শত ফুটবলপ্রেমী।

চার বছরের অপেক্ষা শেষে যেন আবারো বিশ্বকাপ ফুটবলের জোয়ারে মাততে প্রস্তুত সবাই। আগামী ১৪ জুন রাশিয়ায় বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশে সেই আমেজ শুরু হয়েছে এক মাস আগে থেকেই। রাজধানীর কিছু কিছু জায়গায় প্রিয় দলের পতাকা ওড়ানো শুরু হয়ে গেছে। বাংলাদেশে প্রধান দুটি পক্ষ আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকাই যেন বেশি বিক্রি করছে ভ্রাম্যমান হকাররা।

বিজ্ঞাপন

মালিবাগ-মৌচাক-গুলিস্তান ঘুরে দেখা যায়, সব বয়সী মানুষই হকারদের ডেকে পতাকা কিনতে ব্যস্ত। অনেকেই পছন্দের দলের পতাকা এখনও কেনেননি, তবে জানালেন, প্রিয় দলের একটি বড় দেখে পতাকা কিনবেন। গুলিস্তানের ফুটপাত গুলোতেও এখন বিদেশি পতাকা বিক্রির জোয়ার। ফুটপাত জুড়েই হকারদের রাজত্ব, রাজত্ব আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার। আর পতাকা কিনে একেকজন যেন রাজা হয়েই ফিরছেন নিজ নিজ গন্তব্যে। অনেকেই জানালেন, হকারদের কাছ থেকে নয়, চার বছর পর যেহেতু প্রিয় দলের পতাকা কিনবেন সেহেতু অর্ডার দিয়ে একটু বেশি টাকা খরচ করে বানিয়ে নেবেন।

গুলিস্তান, বঙ্গবাজার, শ্যামপুর, সদরঘাট বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। ব্যবসায়িরা বলছেন পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি হয় এসব পতাকা। দেশের অন্যান্য এলাকাতেও চলে যায় এসব পতাকা। আবার বিভিন্ন জেলায় স্থানীয়ভাবেও তৈরি হয়। যারা বিভিন্ন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রিতে ব্যস্ত থাকেন, তারাই মূলত বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নেমে পড়েছেন পতাকা ব্যবসায়।

আর্জেন্টিনা-ব্রাজিল এই দুই দলের পাশাপাশি জার্মানি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের পতাকাও এক-দুটি চোখে পড়ে। পতাকা বিক্রেতাদের বেশ রমরমা ব্যবসা চলছে বলেই মনে হলো। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন সাইজের পতাকার দাম হাঁকছেন তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, বিশ্বকাপ আসার এক মাস আগে থেকেই চলে বেচাবিক্রি। যতই দিন যাবে, ততই বিক্রি বাড়বে। আপাতত ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার চাহিদাই বেশি। তবে, অন্য দলের পতাকাও মাঝেমধ্যে দু-একজন চায়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর