Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৩ ১৪:১৬

ধর্মশালায় সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। শনিবার (৭ অক্টোবর) দিনের আরেক ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে চোটে জর্জরিত লংকান দল। অন্যদিকে বিশ্বকাপের আক্ষেপ ঘুচাতে এবার মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলংকা একাদশ

কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লাজ্ঞে, মাথিসা পাথিরানা, দিলশান মধুশনাকা এবং কাসুন রাজিথা।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারকরাম, হেনরিখ ক্লাসান, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি এবং কাগিসো রাবাদা।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর