ফিফটিতে জয়ের সুবাস দিয়ে ফিরলেন মিরাজ
৭ অক্টোবর ২০২৩ ১৬:২৭
তানজিদ হাসান তামিম ফেরার পরেই তিন নম্বরে ব্যাট হাতে আসেন মেহেদি হাসান মিরাজ। আর এরপরেই ধরেন বাংলাদেশের হাল। বল ঘুরিয়ে তিন উইকেট নিয়ে আফগান মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন তিনি। মেহেদি হাসান মিরাজ সেখানেই থামলেন না। শুরুর ধাক্কার পর মিরাজই ধরলেন দলের হাল। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে তুলে নিলেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি।
তামিম-লিটন ফিরেছিলেন মাত্র ২৭ রানের মাঝেই। খানিকটা অস্বস্তি নিশ্চয়ই ভর করেছিল বাংলাদেশের ড্রেসিংরুমে! তাহলে কি সামান্য এই টার্গেট তাড়া করতে পা হড়কাবে দল? নাহ, মিরাজ সেটা হতে দেননি। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে তুলেছেন তিনি। ৫৮ বলেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। এরপর ৭৩ বলে পাঁচ বাউন্ডারিতে ৫৭ রান করে ফেরেন মিরাজ।
মিড অফের ওপর দিয়ে উঠিয়ে মেরেছিলেন মিরাজ। তবে ৩০ গজের ভেতরে থাকা রহমত শাহ লাফিয়ে উঠে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন। আর তাতেই ফিরতে হয় মিরাজকে। বাংলাদেশ ১২৪ রানে হারায় তৃতীয় উইকেট।
এর আগে ফিফটি পূর্ণ করতেই অবশ্য আউটের শঙ্কা জেগেছিল মিরাজের। মুজিবের বলে তাঁকে এলবিডব্লিউ দিয়েও দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন মিরাজ। এরপর শান্ত-মিরাজ জুটি ৯৭ রানে। ফিফটির কাছাকাছি চলে গেছেন শান্তও, করেছেন ৬৪ বলে ৪২ রান। বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কাও এসেছে তাঁর ব্যাটে।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১৩২। শান্ত ৭০ বলে ৪৪ আর সাকিব আল হাসান ৬ বলে ৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২০ ওভারে মাত্র ২৫ রানের।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস/এফএম
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম আফগানিস্তান মেহেদি হাসান মিরাজ