ইনজুরি নিয়েই বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে ভারতে পা রেখেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যে তিনি থাকছেন না, সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। এবার জানা গেল, কিউইদের দ্বিতীয় ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হবে উইলিয়ামসনকে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা আছে নিউজিল্যান্ড অধিনায়কের।
বছরের শুরুতে লিগামেন্টের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। বিশ্বকাপ খেলা নিয়ে তখন থেকেই ছিল বড় শঙ্কা। তবে খুব দ্রুত সেরে ওঠায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয় তার। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেছিলেন কিউই অধিনায়ক। তবে ইনজুরি থেকে সদ্য সেরে ওঠা উইলিয়ামসনকে ফিল্ডিং করানো হয়নি।
অনুমেয়ভাবেই ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দেখা যায়নি উইলিয়ামসনকে। ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে পাওয়ার আশার ছিল নিউজিল্যান্ড। তবে সেই আশায় গুড়েবালি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের আশংকা, দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না উইলিয়ামসন।
তিনি বলেন, ‘কেইন খুব ভালোভাবে উন্নতি করছে। আমার মনে হয় ফিল্ডিংটাই এখন গুরুত্বপূর্ণ ইস্যু, তাকে এই বিভাগে আরেক উন্নতি করতে হবে। নিজের শরীরের ওপর বিশ্বাস বাড়াতে হবে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে তৃতীয় ম্যাচ খেলবে। এখনো কালকের ম্যাচের দল ঘোষণার আগে আমাদের আরেকটি অনুশীলন সেশন বাকি আছে। তবে কেইনের এখন যে পরিস্থিতি, সেখানে তৃতীয় ম্যাচটাই সে খেলবে বলে আমাদের বিশ্বাস।’
কোচের কথা সত্যি হলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু হতে পারে উইলিয়ামসনের। আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।