ইংল্যান্ডের বিপক্ষেও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৩ ১০:৩৪
ক্রিকেটের সবচেয়ে সুন্দরতম স্টেডিয়াম ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামটি। ধর্মশালার স্টেডিয়ামের মতোই সুন্দর শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। আফগানদের উড়িয়ে শুভসূচনা করে টাইগাররা। এবার টাইগাদের সামনে বিশ্বচ্যাম্পিয়নরা। একই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। আর ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
২০১১ সালের বিশ্বকাপ। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে গ্রুপ পর্বের সেই ম্যাচটা এক রকম হেরেই বসেছিল বাংলাদেশ। ২২৬ রানের টার্গেটে নেমে ১৬৯ রানেই নেই ৮ উইকেট, হেরে যাওয়া তখন সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রামের বহু দর্শকও হতাশ হয়ে স্টেডিয়াম ছেড়ে বাড়ির পথে হাঁটা দিয়েছেন। কিন্তু রূপকথার গল্পটা তখনও বাকি। নবম উইকেটে মাহমুদউল্লাহ ও শফিউল ইসলামের অবিশ্বাস্য এক জুটিতে দুই উইকেট ও এক ওভার হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।
২০১৫ সালের ম্যাচের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাবে বাংলাদেশ, এমন সমীকরণকে সামনে রেখে যেন একটু বেশিই উজ্জীবিত ছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। সেই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ, ৮৯ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন মুশফিকও। পরের গল্পটা শুধুই বোলারদের। তাসকিন-সাকিবরা সেদিন জ্বলে উঠেছিলেন, সেই আগুন সামলাতে পারেননি বাটলাররা। শেষটা করেন রুবেল, তার দারুণ এক ইয়র্কারে আনন্দে ভাসে বাংলাদেশ, গড়ে নতুন ইতিহাস।
ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে মোট চারবার দেখা হয়েছে বাংলাদেশের। দুই দলেরই জয় দুটি করে। ওয়ানডেতে মোট ২৪ ম্যাচ খেলেছে দুই দল। সেখানে অবশ্য অনেকটাই এগিয়ে ইংলিশরা, তাদের জয় ১৯টিতে। বাংলাদেশ জয়ের মুখ দেখেছে পাঁচবার। আজ ধর্মশালায় কি ফিরবে চট্টগ্রাম, অ্যাডিলেডের স্মৃতি?
ধর্মশালার স্টেডিয়াম পেসারদের জন্য বাড়তি সুবিধা দিয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় বল স্বাভাবিকের চেয়ে কিছুটা দ্রুতগতিতে ছুটে থাকে। আর একারণেই এই স্টেডিয়ামে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তবে এটি ব্যাটারদের জন্যও স্বর্গ। তাই তো ব্যাটে রানের ফুলঝুরি ছোটে এখানে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেডিয়াম ব্যাটারদের আরও বেশি সুবিধা দেয়। এ কারণেই রান তাড়া করে খেলতেই বেশি পছন্দ করে দলগুলো।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস