মুশফিকের টানা দ্বিতীয় ফিফটি
১৩ অক্টোবর ২০২৩ ১৬:৩৮
ব্যাট হাতে যখন উইকেটে আসলেন তখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধংসস্তূপে পরিণত হয়েছে। আর সেই ধংসস্তূপের ওপর দাঁড়িয়ে ৫২ বলে তুলে নিলেন অর্ধশতক। বিশ্বকাপে এটি মুশফিকের টানা দ্বিতীয় অর্ধশতক। ইংল্যান্ডের বিপক্ষেও ফিফটি করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়ে গেলেন ফিফটি।
ইনিংসের ১৩তম ওভারে ব্যাট হাতে নামতে হয়েছে মুশফিকুর রহিমের। যখন ব্যাট হাতে নামেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে রান ৫৬। অভিজ্ঞ সাকিব আল হাসানকে সঙ্গী করে বিপর্যয় সামাল দেন মুশফিক।
সাকিব ধীরে সুস্থে ব্যাট চালাচ্ছিলেন। তবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহিম। ৫২ বলে ৫টি চার আর দুটি ছক্কায় মুশফিকুর রহিম পূর্ণ করেন অর্ধশতক। এটি তার ৪৮তম ওয়ানডে অর্ধশতক।
এর আগে এই দুই ব্যাটার মিলে জুটির অর্ধশতক পূর্ণ করেন।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ২৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। মুশফিক ৫৫ বলে ৫২ আর সাকিব ৪৪ বলে ২৩ রানে ব্যাট করছেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মুশফিকুর রহিম