বর্ষসেরা কোচ গার্দিওলা
১৬ মে ২০১৮ ১৪:৪৯
সারাবাংলা ডেস্ক ।।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ইতিহাস গড়েই শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। আর শিষ্যদের শিরোপা জেতাতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন কোচ পেপ গার্দিওলা। সেটার পুরস্কারও পেলেন তিনি। গার্দিওলাকে ইংলিশ লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে কোচদের সংগঠন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন।
এই মৌসুমে লিগ ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জন করেছে সিটিজেনরা। শুধু প্রিমিয়ার লিগ শিরোপাই নয়, ওয়েম্বলির ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে গার্দিওলার ম্যানচেস্টার সিটি জিতেছে লিগ কাপের শিরোপা।
বর্ষসেরা কোচ হতে বায়ার্নের সাবেক কোচ গার্দিওলা টপকেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, বার্নলির শন ডাইক, ওলভসের নুনো এসপিরিতো, কার্ডিফের নেইল ওয়ার্নক ও স্ট্যানলির কোলম্যানকে।
গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন চেলসির কোচ অ্যান্তোনিও কন্তে। রবার্ত মানচিনি ২০১২ সালে এবং ম্যানুয়েল পেলেগ্রিনি ২০১৪ সালে সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়েও এই পুরস্কার পাননি।
সারাবাংলা/এমআরপি