ভারতের মাঠে খেলছে পাকিস্তান, আর বিতর্কের জন্ম হবে না? বিশ্বকাপের মাঝে নতুন করে এক অনাকাঙ্ক্ষিত ঝামেলার মাঝে পড়লেন পাকিস্তান ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। খেলার মাঠে নামাজ আদায় করায় রিজওয়ানকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের এক আইনজীবী।
মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের নামাজ পড়ার ঘটনা নতুন নয়। প্রায়ই খেলার আগে ও পরে একা কিংবা দল বেধে নামাজে দাঁড়িয়ে যান রিজওয়ান-বাবররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষেও এমনটা হয়েছে। ম্যাচের পর মাঠেই নামাজ পড়তে দেখা গেছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
রিজওয়ানের এই নামাজ পড়াটা মোটেও ভালো চোখে দেখেননি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনিত জিন্দাল। হায়দরাবাদের আদালতে রিজওয়ানের বিপক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। এই আইনজীবীর মতে, মাঠে ধর্মীয় আচার পালন করে আইসিসি’র স্পিরিট অফ ক্রিকেটের মূল্যবোধে আঘাত করেছেন রিজওয়ান।
তিনি বলেন, ‘খেলার মাঠে নামাজ পড়ে সে বহু ভারতীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা স্পিরিট অফ ক্রিকেটের সাথেও যায় না। শুধু তাই নয়, ম্যাচ শেষে সে নিজের সেঞ্চুরি গাজার অধিবাসীদের জন্য উৎসর্গ করে ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের পরিচয় তুলে ধরেছে। খেলার মাঠে যা একদমই কাম্য নয়।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। জিন্দাল আদালতের কাছে বলেন, রিজওয়ান বারবারই এমন আচরণ করছেন। শেষ পর্যন্ত রিজওয়ান এই নোটিশের কি জবাব দেন সেটা সময়ই বলে দেবে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।