লিগামেন্ট ইনজুরিতে কোপা আমেরিকাও খেলতে পারবেন না নেইমার
১৯ অক্টোবর ২০২৩ ১২:৪০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৪:৪৩
গোটা ক্যারিয়ার জুড়ে চোট ভুগিয়েছে নেইমার জুনিয়রকে। এবার নতুন এক চোটে আসন্ন কোপা আমেরিকাও শেষ নেইমারের। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। মাঠ ছাড়ার সময় কাঁদতে থাকেন তিনি। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে বাম হাঁটুর মাংসপেশী ছিঁড়ে গেছে নেইমারের। এ কারণে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। সময়টা হতে পারে আট মাস। ফলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে না তার। ব্রাজিল ফুটবল কনফেডারেশেন (সিবিএফ) এ তথ্য জানিয়েছে।
গেল বুধবার (১৮ অক্টোবর) সকালে উরুগুয়ে বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৪৪ মিনিটের সময় প্রতিপক্ষের নিকোলাস ডি লা ক্রুজের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। সংঘর্ষের পরেই নেইমার দুই হাতে হাঁটু চেপে ধরে মাটিতে শুয়ে কাতরাতে থাকে। একই সঙ্গে চিকিৎসকের সহায়তা চান। নেইমারের অবস্থা দেখে এ সময় তার সতীর্থদের খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল।
প্রাথমিক চিকিৎসার পর নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বুধবার এক বিবৃতিতে নেইমারের ইনজুরির খবর নিশ্চিত করে বলেছেন, নেইমারের অস্ত্রোপচারের দরকার। তবে অস্ত্রোপচারের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার এবং আল হিলাল ক্লাবের ডাক্তাররা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়েও তার চোটের ব্যাপারে জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব শিগগিরই নেইমারের হাঁটুর অপারেশন করা হবে। তবে কবে এবং কখন এই অপারেশন হবে সেটা এখনও ঠিক করা হয়নি। ব্রাজিল জাতীয় দল এবং আল হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
এর আগে ডান পায়ের ইনজুরির কারণে সাবেক ক্লাব পিএসজির হয়ে দীর্ঘদিন মাঠে নামতে পারেননি। গত বিশ্বকাপে একবার তার গোড়ালি মচকে গিয়েছিল। ২০১৪ বিশ্বকাপে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন। সে বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল। এখানে শেষ নয় নেইমারের ইনজুরির তালিক। ২০১৮ বিশ্বকাপেও ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে ১৬ ম্যাচে মাঠে নামতে পারেননি।
সারাবাংলা/এসএস