Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির রেকর্ডে পাহাড়সম পুঁজি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৩ ১৮:২৫

শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৩৩ ওভার পর্যন্ত তাদের বিচ্ছিন্নই করতে পারেননি পাকিস্তানি বোলাররা। দুই ওপেনারই তুলে নেন শতক। আর গড়েন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি। এই দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে ভর করে ৪০০ রানের দিকেই ছুটছিল অজিরা। তবে মার্শ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এতেই শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড়সম পুঁজি পায় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

মিচেল মার্শ ১০৮ বলে ১২১ রান করে ফেরেন। ডেভিড ওয়ার্নার ১২৪ বলে খেলেন এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। পাকিস্তানের হয়ে ৫৩ রান খরচায় পাঁচ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া তিনটি উইকেট নেন হারিস রউফ।

শুক্রবার বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টসে জিতে বোলিং বেছে নেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি দলের বোলাররা। ওয়ার্নার আর মার্শ প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ১০ ওভারেই তুলে নেন ৮২ রান।

এরপরও ঘুরে দাঁড়াতে পারেননি পাকিস্তানি বোলাররা। পরের ১০ ওভারে ওয়ার্নার-মার্শ তুলে নেন ৬৭ রান। দুজনেই ততক্ষণে পেরিয়ে গেছেন অর্ধশতক। ২১ থেকে ৩০ ওভার পর্যন্তই পাকিস্তানি বোলাররা যা কিছুটা সমীহ আদায় করে নিতে পেরেছেন। উইকেট তুলে নিতে না পারলেও এই ১০ ওভারে তারা রান দিয়েছেন ৫৯, যা ম্যাচের চরিত্র বিবেচনায় কিছুটা হলেও ভালো।

এর মধ্যেই ৩১ ওভারের চতুর্থ বলে নওয়াজকে লং অনের দিকে ঠেলে সিংগেল নিয়ে শতক পূরণ করেছেন ডেভিড ওয়ার্নার। শত রানে পৌঁছাতে তিনি বল খরচ করেন মাত্র ৮৫টি। পরের বলেই নওয়াজের বলকে বাউন্ডারিতে পাঠিয়ে ঠিক ঠিক ১০০ বলে শতক তুলে নেন মার্শ।

শতক হাকানোর পরেও থামার লক্ষ্মণ ছিল না এই দুই ব্যাটারের। তবে ৩৪তম ওভারে এসে শাহিন আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মিচেল মার্শ। আউট হওয়ার আগে ১০৮ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর তিনি ফেরার সঙ্গে সঙ্গেই ভাঙে ২৫৯ রানের উদ্বোধনী জুটি।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি ২৬০ রানের। ওয়ার্নার ও স্টিভ স্মিথ ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে এই রান তোলেন। অবশ্য যে কোনও উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়ে ফেলেছেন ওয়ার্নার ও মার্শ, পেছনে ফেলেছেন ২০০৩ সালে রিকি পন্টিং ও ড্যামিয়েন মার্টিনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিকে।

বিজ্ঞাপন

মার্শ ফেরার পরেই আরও বেশি আক্রমণাত্মক খেলার লক্ষ্যে উইকেটে আসেন ম্যাক্সওয়েল। তবে পরের বলেই আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। ২৫৯ রানেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ২৮৪ রানে স্মিথ ফিরলেও উইকেটের অপরপ্রান্তে ঝড় অব্যহত রাখেন ওয়ার্নার। ১৬৩ রানে হারিস রউফকে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আর তাতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ৪০০ রান তোলার স্বপ্ন।

শেষ দিকে আর কোনো ব্যাটারই পারেননি রান তুলতে। এতেই অস্ট্রেলিয়া ৩৬৭ রান তুলতে সক্ষম হয়।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডেভিড ওয়ার্নার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর