Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজেমা-মার্শিয়ালদের ছাড়াই রাশিয়া যাচ্ছে ফ্রান্স


১৮ মে ২০১৮ ১৫:৪৯

সারাবাংলা ডেস্ক 

করিম বেনজেমা, অ্যান্থনি মার্শিয়াল, আদ্রিয়ান রাবিওত, আলেকজান্দার লাকাজেত… ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সব সমীহ জাগানোর মতো নাম। তবে তাঁদের সবার মধ্যে একটা মিল আছে, কারোরই জায়গা হয়নি রাশিয়াগামী ফ্রান্স দলে। চমকে ভরা দলে তরুণদের ওপর আস্থা রেখেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

বেনজেমা অবশ্য অনেক দিন ধরেই সুনজরে নেই কোচের। ২০১৬ ইউরোর পর থেকে সেভাবে সুযোগ পাননি জাতীয় দলে। তবে মার্শিয়াল খেসারত দিয়েছেন এই মৌসুমে ক্লাব দল ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে জায়গা হারিয়ে ফেলায়। পিএসজি মিডফিল্ডার রাবিওট জাতীয় দলের হয়ে খেললেও এবার আর তাঁকে রাখেননি কোচ। জায়গা হয়নি আর্সেনাল স্ট্রাইকার লাকাজেতের। চোটের জন্য বাদ পড়েছেন মার্শেই মিডফিল্ডার দিমিত্রি পায়েত ও আর্সেনাল ডিফেন্ডার লরেন্ত কসিয়েলনির।

অন্যদিকে লিওর তরুণ ফরোয়ার্ড নাবিল ফেকির ও মার্শেইয়ের ফ্লোরিয়ান থাউভিন আছেন দলে। জায়গা পেয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড উসমান দেম্বেলেও।

গোলরক্ষকঃ উগো লরিস (টটেনহাম), আলফনসো  আরিওলা (পিএসজি), স্টিভ মাদাদা (মার্শেই)

ডিফেন্ডারঃ জিব্রিল সিবিদে (মোনাকো), বেঞ্জামিন পাভার্দ (স্টুটগার্ট), বেঞ্জামিন মেন্ডি (ম্যানচেস্টার সিটি), লুকাস হার্নান্দেজ (অ্যাটলেটিকো) , প্রেসনেল কিমপেম্বে (পিএসজি), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ), আদিল রামি (মার্শেই)

মিডফিল্ডারঃ এনগোলো কান্তে (চেলসি), পল পগবা (ম্যান ইউনাইটেড), কোরেন্টিন তোলিসো (বায়ার্ন মিউনিখ), ব্লেইস মাতুইদি (জুভেন্টাস) , স্টিভেন এনজঞ্জি (সেভিয়া)

ফরোয়ার্ডঃ আঁতোয়া গ্রিযমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), অলিভিয়ের জিরু (চেলসি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) , নাবিল ফেকির (লিঁও), উসমান ডেম্বেলে (বার্সেলোনা) , থমাস লেমার (মোনাকো), ফ্লোরিয়ান থাউভিন (মার্শেই)

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এএম

 

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর