Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তৃতীয় না অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা?

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ২৩:২৪

৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে উঠেছিল এবারের বিশ্বকাপের পর্দা। দেড় মাস, ৪৭ ম্যাচের দীর্ঘ যাত্রার পর বিশ্বকাপে বেজে উঠেছে বিদায়ের সুর। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপের পর আবারও ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত কি পারবে ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলতে। নাকি মিশন হেক্সা সফল করে রেকর্ড ষষ্ঠ ট্রফি নিয়ে বাড়ি ফিরবে অস্ট্রেলিয়া?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৩ বার, এখানে অনেকটাই এগিয়ে অজিরা। ১৩ ম্যাচের মাঝে অজিরা জয় পেয়েছে আট বার, ভারত জিতেছে মাত্র পাঁচটিতে। সবশেষ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হয়েছিল দুই দলের। সেখানে অজিদের বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছাড়েন কোহলিরা।

বিশ্বকাপের ফাইনালে এর আগে একবার দেখা হয়েছে দুই দলের। ২০০৩ বিশ্বকাপের সেই ফাইনালে সৌরভের ভারতকে বড় ব্যবধানে হারিয়েই শিরোপা ঘরে তোলে পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলেছে দুই দল, অস্ট্রেলিয়ার জয় ৮৩ ম্যাচে, ভারত জিতেছে ৫৭ বার, ১০ ম্যাচে কোনো ফলাফল আসেনি।

পিচ ও কন্ডিশন

ফাইনালের পিচ নিয়ে আলোচনা চলছে অনেক আগে থেকেই। বিশেষ করে সেমির ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ মুহূর্তের পিচ বদলে উঠেছে নানা প্রশ্নও। আহমেদাবাদের পিচ ফাইনাল ম্যাচে ব্যাটিং সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। তবে সন্ধ্যায় শিশির থাকতে পারে বলে টসে জিতে বোলিং নিতে পারেন দুই অধিনায়ক।

গুজরাটে আগামীকাল বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ফাইনালে টাই বাগড়া দিতে পারবে না বেরসিক বৃষ্টি।

দলের খবর

দুর্দান্ত ফর্মে থাকা ভারত বেশ কয়েক ম্যাচ ধরেই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। ফাইনালেও তাই আগের ম্যাচের একাদশই দেখা যাবে।
অস্ট্রেলিয়া একাদশে আসতে পারে একটি পরিবর্তন। মারনাস ল্যাবুশেনের জায়গায় দলে ঢুকতে পারেন অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। এছাড়া বাকি একাদশ আগের মতোই থাকবে।

ভারতের তৃতীয় না অজিদের ষষ্ঠ শিরোপা?

২০০৩ বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল ভারত। ঘরের মাঠে দেড় লক্ষাধিক দর্শকের সামনে সেই হারের প্রতিশোধ নিশ্চয়ই নিতে চাইবেন রোহিত শর্মারা। এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে ফর্মের তুঙ্গে আছে ভারত। ব্যাট হাতে কোহলি রেকর্ড গড়ে করেছেন ৭১১ রান। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, সবাই আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাটিং পাশাপাশি বোলিংয়েও উড়ছে ভারত। মোহাম্মদ শামির আগুন ঝরানো পেসে প্রতিপক্ষ নাজেহাল হয়েছে প্রতিবারই। সাথে জাদেজা-কুলদিপের ঘূর্ণিতে কুপোকাত সবাই। অজিদের বিপক্ষে তাই জয়ের বড় স্বপ্ন নিয়েই মাঠে নামবে ভারত।

বিজ্ঞাপন

অন্যদিকে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে অজিদের বাধা অদম্য ভারত। সেমির দারুণ এক জয়ে উজ্জীবিত অজিরা ব্যাটে বলে আছে দারুণ ফর্মে। তবে মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন কামিন্স। বোলিংয়ে টুর্নামেন্টজুড়ে ভালো করলেও সেমিতে ফিকে লেগেছে অ্যাডাম জাম্পাকে, পাননি একটি উইকেটও। ফাইনালে তার কাছে ভালো কিছুই আশা করছে অস্ট্রেলিয়া। পেস আক্রমনে স্টার্ক-হ্যাজলউড-কামিন্স ত্রয়ী ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিবে, এমন আশাতেই বুক বাঁধছেন অজি সমর্থকরা।

শেষ পর্যন্ত আহমেদাবাদে শেষ হাসি হাসবে কোন দল? আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল। এই ম্যাচ শেষেই জানা যাবে রোহিত না কামিন্স, কার হাতে উঠছে স্বপ্নের বিশ্বকাপ।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর