Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্বের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয়, আনন্দে ভাসছেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৮

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ভাগ্যক্রমে অধিনায়কত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে দলের বাইরে। এতোদিন টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। ফলে শান্তকে নেতৃত্ব দিতে বেছে নেওয়া হয়েছে। প্রথমবার টেস্ট দলকে নেতৃত্ব দিতে নেমেই জয়ের স্বাদ পেলেন শান্ত।

সেটাও আবার যেনতেন জয় নয়, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জিতল বাংলাদেশ। এমন অর্জনে আনন্দে ভাসছেন শান্ত।

বিজ্ঞাপন

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ১৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তাইজুল ইসলাম। শান্ত নিজেও বড় অবদান রেখেছেন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি, যাতে বড় লিড নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘এমন জয়ে খুবই খুশি, ভালো লাগছে। যে রকম চিন্তা করে এসেছিলাম, যে রকম পরিকল্পনা করেছি, সব মিলিয়ে যদি চিন্তা করি, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এ রকম জয়—খুবই আনন্দিত।’

বাংলাদেশের মতো দলের জন্য যেকোনো টেস্ট জয়ই গৌরবের। তবে সেটা যদি হয় নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে তাহলে তো গর্বটা আরও বড়। দুই বছর আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা।

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘তারা অবশ্যই ভালো দল। টেস্ট ম্যাচের গুরুত্বটা অনেক বেশি আমার কাছে। আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ের কাছেই গুরুত্বপূর্ণ। যেকোনো দলের বিপক্ষে জিততেই ভালো লাগে। স্বাভাবিকভাবেই এমন একটা দল, দুই বছর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন ছিল।’

বিজ্ঞাপন

এই ধরনের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলছিলেন শান্ত, ‘এমন দলকে হারালে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়ে। টেস্ট ক্রিকেটে আমরা এখন যে অবস্থায় আছি, তার চেয়ে ভালো অবস্থায় যেতে পারি, এই বিশ্বাস কিন্তু আরও ভালোভাবে বেড়ে ওঠে। এ ধরনের ম্যাচগুলো যদি আমরা না ভুলি, কী কী ঠিক করেছিলাম—এসব নিয়ে যদি ভবিষ্যতে এগোতে পারি, তাহলে টেস্ট ক্রিকেটে আমরা এগিয়ে যাব।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর