Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোর ড্রয়ে অনাকাঙ্ক্ষিত আওয়াজ করে আলোচনায় ‘জার্ভো ৬৯’

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ১১:৪৮

ক্রিকেট মাঠে নানা কান্ড ঘটিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনার জন্ম দিয়েছেন ড্যানিয়েল জার্ভিস নামের এক ব্যক্তি। বেশ কয়েকবার খেলা চলার সময় মাঠে ঢুকে যাওয়া জার্ভিসকে নিরাপত্তাকর্মীরা বের করে দিয়েছেন, ক্রিকেট বিশ্বকাপে হয়েছেন নিষিদ্ধও। এবার ফুটবলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে আবার সাড়া ফেললেন ‘জার্ভো ৬৯’। ইউরো ২০২৪ এর ড্র চলার সময় অবাঞ্ছিত আওয়াজ ছড়িয়ে দিয়ে উয়েফাকে রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন জার্ভো।

বিজ্ঞাপন

গতকাল জার্মানির হ্যামবার্গে অনুষ্ঠিত হয়েছে এবারের ইউরোর গ্রুপ পর্বের ড্র। সবকিছু চলছিল ঠিকঠাক মতোই। এ গ্রুপের শেষ দল হিসেবে সুইজারল্যান্ডের নাম ঘোষণা করার সময়ি বাধে বিপত্তি। সুইজারল্যান্ডের নাম ঘোষণার সাথে সাথেই পুরো হলে বেজে ওঠে অনাকাঙ্ক্ষিত কিছু আওয়াজ। এমন আওয়াজে যারপরনাই বিব্রত হয়েছিল ঘোষকসহ ড্রতে উপস্থিত থাকা অন্যরাও।

বেশ কিছুক্ষণ পর এই আওয়াজ থামলে অনুষ্ঠানের উপস্থাপক জর্জিও মারচেত্তি, যিনি উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারিও, ঘোষণা দেন, ‘আমরা কিছু আওয়াজ পাচ্ছিলাম, এটা এখন থেমে গেছে। আর কোনো আওয়াজ নেই!’। তবে কিছু সময় পর আবারও শোনা যায় একই রকমের আওয়াজ।

কে ঘটালো এমন কান্ড? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সবার মনেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জার্ভিস জানিয়ে দেন, তারাই এটি করেছেন, ‘সবাই জেনে রাখুক এটা আমাদের কাজ। আমরাই ফোনে ওই আওয়াজ বাজিয়েছিলাম!’

ফুটবল মাঠে জার্ভিসের এমন কান্ড অবশ্য নতুন নয়। এফএ কাপে লিভারপুল ও উল্ভসের বিপক্ষে ম্যাচ চলার সময় বিবিসির স্টুডিওতেও শোনা গিয়েছিল একই রকমের আওয়াজ। সেবারও ঘটনার দায় স্বীকার করেছিলেন জার্ভিস। ওই ঘটনার জন্য দর্শকের কাছে ক্ষমাও চেয়েছিল বিবিসি।

সারাবাংলা/এফএম/এসএস

ইউরো ২০২৪ ইউরো'র ড্র

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর