Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের গ্রুপকে কঠিন মানছেন জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ১১:৫১

আয়োজক হিসেবে ইউরো ২০২৪ খেলা আগেই নিশ্চিত ছিল তাদের। জার্মানির জন্য অপেক্ষা ছিল শুধু গ্রুপ পর্বের ড্রয়ের। গতকাল জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইউরোর ড্রতে নিজেদের গ্রুপ সঙ্গী পেয়ে গেছে জার্মানরা। এ গ্রুপে তাদের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। ড্রয়ের পর জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বলছেন, এই গ্রুপ ‘মৃত্যুকূপ’ না হলেও তিন প্রতিপক্ষ শক্ত প্রতিদ্বন্দ্বীতাই করবে।

বিজ্ঞাপন

তিনবার ইউরোর শিরোপা জেতা জার্মানি সবশেষ এই ট্রফি ছুঁয়ে দেখেছে ১৯৯৬ সালে। এরপর মাত্র একবারই ফাইনালে উঠতে পেরেছে জার্মানরা, সেমিফাইনালে উঠেছে দুইবার। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুইবার। শেষ আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। ঘরের মাঠে এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ইউরো যাত্রা শুরু করবে নাগলসম্যানের দল।

গ্রুপের তিন প্রতিপক্ষকেই শক্তিশালী মানছেন জার্মান কোচ, ‘গ্রুপটাকে আমি মৃত্যুকূপ বলব না। কিন্তু তিন প্রতিপক্ষের সবাই শক্তিশালী। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সাথে, দারুণ একটা লড়াই হবে। তাদের সমর্থকরা দারুণ আবেগী, মিউনিখের ম্যাচটা তাই আরও বেশি জমজমাট হবে। হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের কিছু ফুটবলার আছে যারা বুন্দেসলিগায় খেলে। আমি নিজেও তাদের অনুশীলন করিয়েছি। তারা দারুণ কিছুই করবে এবার।’

এবারের বি গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ। এই গ্রুপে আছে ইতালি, স্পেন, আলবেনিয়া ও ক্রোয়েশিয়া। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো দলকে এড়াতে পেরে কিছুটা খুশি নাগলসম্যান, ‘সত্যি বলতে ইতালি ও নেদারল্যান্ডসের গ্রুপটা বেশ কঠিন। তাদের মতো দলের সাথে একই গ্রুপে পড়লে সেটা মৃত্যুকূপ হবেই। আমরা সেটা থেকে বেঁচে গিয়েছি। তবে আমাদের গ্রুপের প্রতিপক্ষদের হালকাভাবে দেখার কোন সুযোগই নেই। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটার জন্য মুখিয়ে আছি।’

আগামী বছরের ১৪ জুন মিউনিখে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি।

সারাবাংলা/এফএম/এসএস

ইউরো ২০২৪ জার্মানি জুলিয়েন নাগেলসম্যান

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর