Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে বিপিএল শুরু খুলনার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ২২:১৩

প্রত্যাশিত ভাবে দশম বিপিএল শুরু করল খুলনা টাইগার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে খুলনা। দুর্দান্ত বোলিংই ম্যাচ জিতিয়েছে খুলনাকে।

আগে বোলিং করে মাত্র ১২১ রানেই আটকে রেখেছিল প্রতিপক্ষ চট্টগ্রামকে। ছোট টার্গেট পেরুতে নেমে পর পর কিছু উইকেট হারিয়ে খুলনাও অবশ্য বিপদে পড়েছিল। তবে বিপদ কাটিয়ে ঠিকই জয় তুলে নিয়েছে দলটি।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২১ রানের জবাব দিতে নেমে শুরুতে বড় বিপদেই পরে খুলনা। ৩২ রানে প্রথম তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন ধ্রুবর কার্যকারী একটা জুটি হয়েছে।

চতুর্থ উইকেটে ৪৬ রান তোলেন দুজন। লো স্কোরিং ম্যাচে এই জুটিটাই জিতিয়েছে খুলনাকে। দুজনের সামনেই দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল, তবে কেউ কাজে লাগাতে পারেননি। ২৮ বলে ২৬ রান করে ফিরেছেন আফিফ। জয় ফিরেছেন ৪৪ বলে ১টি করে চার-ছয়ে ৩৯ রান করে।

শেষ দিকে পাকিস্তানে অলরাউন্ডার ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ১৫ রানের একটা ইনিংস খেলে ১০ বল হাতে রেখেই খুলনার জয় নিশ্চিত করেছেন। ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১২২ রান তুলে ফেলে খুলনা। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম।

এর আগে নাহিদুল ইসলামের দারুণ বোলিংয়ে চট্টগ্রামকে ১২১ রানেই আটকে রাখে খুলনা। রাতে মিরপুরের পিচে নতুন বলে দারুণ বোলিং করেছেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। দলীয় ৯ রানের মাথায় দুই উইকেট হারানো চট্টগ্রাম ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায়। প্রথম তিনটি উইকেটই নিয়েছেন নাহিদুল।

নাহিদুল পরে আরও এক উইকেট পেয়েছেন। পাকিস্তানের ফাহিম আশরাফ ও ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসও দারুণ বোলিং করেছেন। যাতে ৬৪ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। বন্দর নগরির দলটা একশ পেরুতে পারবে কিনা সেটাই তখন শঙ্কার।

আটে নেমে পেসার শহিদুল ইসলাম দারুণ একটা ইনিংস খেললেন বলে শেষ পর্যন্ত ১২১ পর্যন্ত গেছে চট্টগ্রাম। ৩১ বলে ৪টি চার ১টি ছয়ে ৪০ রান করেছেন শহিদুল। ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।

ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২১ রান তুলেছে চট্টগ্রাম। খুলনার হয়ে নাহিদুল ৪ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। ফাহিম আশরাফ ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ওশানে থমাস ৩৮ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিপিএল ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর