ভবিষ্যত পরিকল্পনা জানতে এক সপ্তাহ অপেক্ষা করতে বললেন পাপন
২১ জানুয়ারি ২০২৪ ১৬:৩২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনা কেমন হবে তা জানতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন। এই মন্ত্রণালয়ের আগের প্রকল্পগুলোর অগ্রগতি জানতে চাইলে তিনি বলেছেন, বিষয়গুলো বিস্তারিত জেনে তারপর জানাবেন।
গত জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীসভায় যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। রোববার (২১ জানুয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাপন।
ক্রীড়ামন্ত্রী হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা জিজ্ঞেস করলে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এগুলো সম্পর্কে আগে আমাকে জানতে হবে। না জেনে কিছু বলতে চাই না। আগে জানি, তারপর আপনাদের জানাব। এর জন্য পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আগের প্রকল্পগুলোর অগ্রগতি ও অনেক প্রকল্পের বাজেট বাড়নো হলেও কাজের অগ্রগতি সেভাবে হয়নি এসব নিয়ে মন্তব্য চাইলে পাপন বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে, এর (কাজ দেরি হওয়া) পেছনে ব্যত্যয় আছে কি না, তা জানতে হবে। যদি যৌক্তিক কারণ থাকে, তাহলে তো আর কিছু বলার নেই। আর যদি স্পেসিফিক ওইরকম কিছু না থাকে, তাহলে সেগুলো আগামীতে কীভাবে এড়ানো যায়, সেগুলো এনশিউর করব।’
সারাবাংলা/এসএইচএস