ব্রেমেনের কাছে ১৬ বছর পর বায়ার্নের হার
২২ জানুয়ারি ২০২৪ ০২:১৭
শেষবার ২০০৮ সালে ভার্ডার ব্রেমের কাছে হেরেছিল বায়ার্ন মিউনিখ। এরপর টানা ৩২ ম্যাচ লিগ প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অপরাজিত তারা। যার মধ্যে ২৮টি ম্যাচেই জিতেছিল বাভারিয়ানরা। তবে ২০২৪ সালে দীর্ঘ ১৬ বছর পরে এসে হারতে হলো ব্রেমেনের কাছে। ম্যাচের ৫৯তম মিনিটে মিচেল ভাইজারের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনা থেকে ফিরল ভার্ডার ব্রেমেন।
বুন্দেস লিগায় ঘরের মাঠে বায়ার্নের টানা ৬৫ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রাও থেমে গেল। এর আগে সবশেষ তারা ঘরের মাঠে লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে, লাইপজিগের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
আগের দিন লাইপজিগকে হারিয়ে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যায় বায়ার লেভারকুজেন। টমাস টুখেলের দলের সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। উল্টো আসরে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল তারা।
ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বায়ার্ন শট নেয় মোট ২২টি, যার ৭টি ছিল লক্ষ্যে। আর ব্রেমেনের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল, তাতেই বাজিমাত করল দলটি।
১৭ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে লেভারকুজেনের ৪৮ পয়েন্ট। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্রেমেন।
সারাবাংলা/এসএস