ঢাকাকে অল্পতেই আটকে দিল চট্টগ্রাম
২২ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭
আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকল দুর্দান্ত ঢাকা। দলের স্কোরবোর্ডে রান যোগ না হওয়ার আগে আহত হয়ে মাঠ ছাড়েন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ৩৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় দলটি। সেখান থেকে ঢাকা একশ পর্যন্ত যেতে পারবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। লাথিস ক্রসপুল্লের প্রতিরোধে শেষ পর্যন্ত বলার মতো স্কোর অবশ্য গড়তে পেরেছে ঢাকা।
সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থেমেছে ঢাকা লাথিস ক্রসপুলে সাত নম্বরে নেমে ৩১ বলে ৪৬ রান করেছেন।
মিরপুরের পিচ এমনিতেই টি-টোয়েন্টি বান্ধব নয়। অতি শীতে পিচ আজ আরও মন্থর হয়ে পড়ল যেন! চলতি মৌসুমে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে সূর্যের দেখা মিলেনি। কুয়াশায় আচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। রোদ না পাওয়ায় পিচ আরও স্লো হয়েছে।
স্লো পিচে আগে বোলিংয়ের সুযোগ দারুণাবে কাজে লাগিয়েছে চট্টগ্রাম। বন্দর নগরির দলটির পেসার আল-আমিন হোসেন নতুন বলে দারুণ বোলিং করেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে আল-আমিনের নির্দয় এক বাউন্সার আঘাত হানে ঢাকার ওপেনার গুনাথিলাকার চোয়ালে।
চোয়ার ফেটে রক্ত বেরিয়ে পরে। মাঠ ছাড়তে বাধ্য হন গুনাথিলাকা। ঢাকার প্রথম দিকের অপর ব্যাটার নাঈম শেখ, সাইফ হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতরাও ব্যর্থ হয়েছেন। ষষ্ঠ উইকেট জুটিতে ইরফান শুক্কুরের সঙ্গে লাথিস ক্রসপুল্লের দারুণ একটা জুটি হলো বলেই বলার মতো একটা সংগ্রহ দাঁড় করাতে পেরেছে ঢাকা।
ষষ্ঠ উইকেট জুটিতে ৪৯ বলে ৭৩ রান তোলেন দুজন। এর মধ্যে শুক্কুর ২৬ বলে ২৭ রান করেন। আর ক্রসপুল্লে ৩১ বলে ৩টি চার ২টি ছয়ে ৪৬ রান করেন। গুনাথিলাকার ইনজুরির পর কনকাশন সাব হয়ে নেমেছিলেন ক্রসপুল্লে। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও বিলাল খান।
সারাবাংলা/এসএইচএস