Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের মাঠ থেকে হাসপাতালে, গুনাথিলাকার থুতনিতে ২২ সেলাই

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৮:১৩

বিপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হেরেছে দুর্দান্ত ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। হারের সঙ্গে একটা  দুঃসংবাদও পেল ঢাকা। দলটির শ্রীলংকান ওপেনার ধানুশকা গুনাথিলাকার থুতনিতে ২২টি সেলাই পরেছে। ফলে ঢাকার পরবর্তী ম্যাচে গুনাথিলাকা খেলতে পারবেন না তা নিশ্চিত।

ম্যাচে চট্টগ্রামের পেসার আল-আমিনের বাউন্সারে থুতনিতে আঘাত পেয়েছিলেন গুনাথিলাকা। দ্বিতীয় ওভারে চট্টগ্রামের পেসার আল-আমিনের বাউন্সারে পুল খেলতে গিয়েছিলেন ঢাকার ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ঠিকভাবে খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল গুনাথিলাকার হেলমেটে আঘাত করে। থুতনি কেটে যায় লংকান ওপেনারের। রক্ত ঝড়তে দেখা গেছে গুনাথিলাকার থুতনি থেকে।

বিজ্ঞাপন

ঢাকার ফিজিও মাঠে শুশ্রুষা করেছেন। কিন্তু ব্যাটিং আর চালিয়ে যেতে পারেননি গুনাথিলাকা। মাঠ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় গুনাথিলাকাকে। ঢাকার মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন, গুনাথিলাকার আঘাতপ্রাপ্ত স্থানে ২২টি সেলাই পরেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিসিবি) কনকাশন সাবের দ্বিতীয় ঘটনা এটা। ২০২২ বিপিএলে চ্যাট্টগ্রাম চ্যলেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে কনকাশন সাবের প্রথম ঘটনা ঘটেছিল। চট্টগ্রামের পেসার রেজাউর রহমান রাজার বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে লুটিয়ে পড়েছিলেন খুলনার আন্দ্রে ফ্লেচার। তার বদলে সিকান্দার রাজাকে কনকাশন সাব হিসেবে পাঠিয়েছিল খুলনা।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর