Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং করেননি সাকিব, রংপুরের বড় স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ২০:৩৫

দুর্দান্ত ঢাকার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে একে একে রংপুর রাইডার্সের ৯ উইকেট পরে গেছে। তবুও ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। চোখের সমস্যার জন্য আলোচনায় থাকা সাকিব ব্যাটিং করতে না পারলেও বড় স্কোরই পেয়েছে রংপুর। পাকিস্তানের বাবর আজমের দারুণ এক ফিফটি ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়েল ঝড়ো একটা ইনিংসে ১৮৩ রানের পুঁজি পেয়েছে রংপুর।

সাকিব আল হাসানের চোখের সমস্যা নিয়ে বিপিএলের শুরু থেকেই আলোচনা হচ্ছে। গত বিশ্বকাপ থেকে চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব। দেশে এবং বিদেশে কয়েক দফা চিকিৎসক দেখিয়েছেন। বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে স্বাচ্ছেন্দে নেই সাকিব।

বিজ্ঞাপন

আগের ম্যাচে ব্যাটিং করতে নেমেছিলেন ৮ নম্বরে। ব্যাটিংয়ে যে তার সমস্যা হচ্ছে গত ম্যাচে সহজেই বুঝা গেছে তা। আজ ব্যাটিংয়েই নামলেন না।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে রংপুরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ব্র্যান্ডন কিং ও বাবর আজমের ওপেনিং জুটি শুরু থেকেই রান তুলেছে। ব্র্যান্ডন কিং ১৩ বলে ২০ রান করে ফিরলে তিনে নেমে সুবিধা করতে পারেননি রনি তালুকদার। ৭ বলে ১১ রান করেন।

চার নম্বরে নামা অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে বড় একটা জুটি হয়েছে বাবর আজমের। এখানে সোহান শুধু স্ট্রাইক রোটেড করে গেছেন, বাবর চালিয়ে খেলেছেন। সোহান ২৪ বলে ১টি করে চার ছয়ে ২৬ রান করে আউট হয়েছেন। ফর্মে  থাকা মোহাম্মদ নবি এরপর মাত্র ১ রান করে ফিরেছেন।

তবে পাঁচে নেমে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ১৫ বল খেলে ২টি চার ৩টি ছয়ে ৩২ রান করেছেন। শেষ দিকে শামীম পাটোয়ারী ৮ বলে ১৭ রান করে রংপুরের স্কোরটা আরও শক্ত করেছেন। বাবর আজম ৪৬ বল খেলে ৫টি চার ১টি ছয়ে ৬২ রান করেছেন।

বিজ্ঞাপন

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানে থেমেছে রংপুর। ঢাকার হয়ে আরাফাত সানি ৪ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর