Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম জয়ে পর সিলেট অধিনায়ক বললেন— মাশরাফী সঙ্গেই আছেন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪

বিপিএলের হারের বৃত্তে বন্দি হয়ে পরেছিল সিলেট স্ট্রাইকার্স। আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচই হেরেছে দলটি। আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে দেখা মিলিছে প্রথম জয়ের। জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে আপাতত বিপিএল থেকে ছুটি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা। মাশরাফীকে ছাড়া আজ প্রথম জয়ের দেখা পাওয়া সিলেট স্ট্রাইকার্স স্মরণ করল মাশরাফীকে।

বিপিএলের আগে অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন ৪০ বছর বয়সী মাশরাফী। ফিটনেস নিয়েও কাজ করেননি। ফলে মাঠে তার ফিটনেস ঘাটতির বিষয়টি আলাদা করেই চোখে পড়ছিল। এভাবে মাশরাফীর বিপিএল খেলা নিয়ে সমালোচনা করছিলেন অনেকে।

বিজ্ঞাপন

এসবের মধ্যেই জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে বিপিএল থেকে ছুটি নিয়ে চলে এসেছেন মাশরাফী। তার অনুপস্থিতিতে আজ মোহাম্মদ মিঠুন সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়েছেন। মাঠে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মিঠুন। ৫৯ রানের দারুণ একটা ইনিংস খেলে তিনিই জয়ের রাস্তাটা গড়ে দিয়েছিলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল মাশরাফী প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে মিঠুন বললেন, এখনো মাশরাফীই তাদের নেতা।

মিঠুন বলেন, ‘মাশরাফি ভাই এখনও আমাদের ক্যাপ্টেন। উনার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে কীভাবে চলবো, সবসময় সবকিছুর সাথে উনি যুক্ত আছেন। আজকে সকালেও কথা হয়েছে। আপনারা সবাই জানেন উনার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।’

পূর্ণ ফিট না হয়েও মাশরাফীর খেলা নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটা আরও বেড়ে যায় সিলেট টানা হারতে থাকলে। তবে মিঠুন দেশের ক্রিকেটে মাশরাফীর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, শুধুমাত্র কয়েকটা ম্যাচের পারফরম্যান্স আমলে নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে এমন অনেকে আছে, বাংলাদেশের ক্রিকেটে তাদের যে অবদান এটা শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। বাংলাদেশের ক্রিকেটে উনাদের অনেক অবদান। আমাদের সবার উচিৎ, যারা বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান রাখা।’

আজকের জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মিঠুনের কণ্ঠে, ‘আমাদের প্রথম তিনটা ম্যাচেই জেতার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত হয়নি। আমরা একটা জয় দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আজ সেই দিন। আলহামদুলিল্লাহ আজ জিততে পেরেছি।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪ মাশরাফী বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর