শরিফুল-তাসকিনের সঙ্গে গতির ঝড় তুললেন তরুণ সাকিব
১৩ মার্চ ২০২৪ ১৯:০১
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। বাংলাদেশ-শ্রীলংকা প্রথম ওয়ানডেতেও তার ব্যতিক্রম নয়। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিতে তাই একটুও ভাবেননি শ্রীলংকান অধিনায়ক। সফরকারীরা দুর্দান্তু সূচনা করেছিলও। তবে দারুণ শুরুর পরও ২৫৫ রানে থেমেছে শ্রীলংকা। আর এতে বড় অবদান বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের।
পরপর তিন উইকেট তুলে নিয়ে দারুণ শুরু পাওয়া শ্রীলংকাকে বড় ধাক্কা দিয়েছে তরুণ পেসার। পরে লংকানদের ওপর চড়াও হয়েছেন অপর দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও। তিন পেসারের দাপটেই বড় স্কোর গড়তে পারেনি শ্রীলংকা।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে শ্রীলংকারই দাপট ছিল। ব্যাটিং সহায়ক পিচে বল দারুণভাবে ব্যাটে আসছিল, বাউন্ডারিও ফাস্ট। শুরুর কয়েকটা ওভারে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম বোলিংটাও করলেন এলোমেলো। দুই সুযোগে প্রথম উইকেটে জুটিতে ৭১ রান তোলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফের্নান্দো।
১১তম ওভারে এসে প্রথম ধাক্কাটা দেন তানজিম হাসান সাকিব। ৩৩ বলে ৩৩ রান করা অভিস্কা ফের্নান্দোকে উইকেটের পেছনে ক্যাচ বানান সাকিব। নিজের পরের দুই ওভারে পাথুম নিশা্ঙ্কা (২৮ বলে ৩৬) ও তিন নম্বরে নামা সামারাবিক্রমাকেও ফেরান সাকিব।
পরপর তিন উইকেট হারিয়ে ধাক্কা খাওয়া শ্রীলংকা পরে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তাসকিন-শরিফুলও শুরুর এলোমেলো বোলিং পেছনে ফেলে দাপট দেখিয়েছেন। মাঝে অধিনায়ক কুশল মেন্ডিসের ৭৫ বলে ৫৯ এবং জানিত লিয়ানাগের ৬৯ বলে ৬৭ রানের দুটি ইনিংসে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা।
বাংলাদেশের তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তিনজনই তিনটি করে উইকেট নিয়েছেন। অপর উইকেটটি মেহেদি হাসান মিরাজের। দারুণ বোলিংয়ের দিন সাকিবকে নিয়ে একটা দুশ্চিন্তাও! নিজের কোটার নবম ওভারে বোলিং করতে আসা সাকিব পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস