বঙ্গবন্ধু স্টেডিয়ামেও বসতে যাচ্ছে সোলার প্যানেল!
২৭ নভেম্বর ২০১৭ ১৩:৩৩
জাহিদ হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের পর এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও বসতে যাচ্ছে সোলার প্যানেল তথা সৌরবিদ্যুৎ ব্যবস্থা। রাজধানীর গুলিস্তানে এই স্টেডিয়ামের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনা তৈরির পরিকল্পনা চলছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মন্ত্রণালয় হয়ে একটি বেসরকারি সংস্থা স্টেডিয়ামের অবকাঠামোর উপর জরিপ চালিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘আরডিএফের (রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) একজন প্রকৌশলী প্রতিনিধি এনএসসিতে এসেছিলেন স্টেডিয়ামের অবকাঠামো সম্পর্কে জানার জন্য। তথ্য নেয়ার জন্য। গ্যালারির উপরে শেডের পরিবর্তে সোলার প্যানেল করার কথা বলেছিলেন তিনি। সোলার স্টেট লাইটও দিবে।’
সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে (আরডিএফ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উপর সৌর ব্যবস্থা তৈরির প্রস্তুতি পরিকল্পনা হিসেবে একটি জরিপ চালানোর দায়িত্ব দেয়। আরডিএফের এক প্রতিনিধি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী বিভাগের কাছে স্টেডিয়ামের অবকাঠামোগত যাবতীয় তথ্য নিয়ে যান। স্টেডিয়ামের প্রশিক্ষকের সহায়তায় সেই জরিপ চালানো হয়। বিশেষ করে গ্যালারির শেডের পরিবর্তে সৌর ব্যবস্থা স্থাপনের চিন্তা আছে। এখানে সোলার স্টেট লাইট দেয়ারও পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্র সারাবাংলাকে জানায়।
এই জরিপ রিপোর্টের ব্যাপারে ইতিবাচক সাড়া পেলেই শিগগিরই স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে নির্দেশনা দিবে।
তবে এখনও এই ধরনের কোনও নির্দেশনা পাননি বলে জানান এনএসসির যুগ্ম সচিব মো. সুকুর আলী। তিনি সারাবাংলাকে জানান, ‘কোনও নির্দেশনা আসেনি মন্ত্রণালয় থেকে। যদি আসে আমরা দ্রুত কাজ শুরু করবো।’
তবে এনএসসি থেকেও এরকম আরেকটি প্রকল্প আছে বলে জানান সুকুর আলী। তিনি বলেন, ‘আমাদের একটা সোলার বিষয়ক প্রকল্প আছে। ঢাকা ও বিভিন্ন জেলার স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুতের আওতায় নেয়ার জন্য গ্লোবাল ক্লাইমেট ফান্ডে একটা প্রজেক্ট দেয়ার চিন্তা আছে। তারা যদি গ্রহণ করে তাহলে ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে আমরা সোলার সিস্টেম করে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। উৎপাদন বেশি হলে বাকি বিদ্যুৎ বিক্রি করা যাবে। কনসেপ্ট পেপার জমা দিয়েছি। এটার জন্য দুই-তিন বছর লাগবে। প্রস্তাবনা তৈরি আছে সেটা মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে। গ্রহণ হলেই কাজ শুরু করবো।’
তাছাড়া স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের জন্য ৯১ কোটি টাকার একটি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামটি আধুনিকায়ন করার জন্য যে প্রকল্পটি গ্রহণ করেছি তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প ব্যয় ৯১ কোটি টাকা। এর মধ্যে আছে মাঠের উন্নয়ন, ফ্লাডলাইট আধুনিকায়ন, গ্যালারি সংস্কার, প্রেসবক্স সংস্কার ও উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, অ্যাথলেটিক ট্রাক আধুনিকায়ন ও সংস্কার এবং ভিআইপি প্যাভিলিয়ন আধুনিকায়ন।’
আর তা যদি সম্ভব হয় তাহলে রোলার স্কেটিংয়ের পর আরও একটি ক্রীড়া স্থাপনায় সোলার সিস্টেম চালু হচ্ছে তা নির্দ্বিধায় বলা যায়।