Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন এমন বাজে পারফরম্যান্স— জানা নেই শান্তর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৫:৪৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৭:১৫

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চয় আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন, সংবাদ সম্মেলনে তাকে কোন ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে! সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও শ্রীলংকার বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। বারবার দৃষ্টিকটূ শটে উইকেট বিলিয়ে দিয়ে এলেন বাংলাদেশি ব্যাটাররা। ফিল্ডারদের হাত গলে ক্যাচ ড্রপও হলো বারবার।

দলের এমন হতশ্রী পরফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন ছুটে গেল অধিনায়ক শান্তর দিকে। মাঠে যেমন প্রতিপক্ষের ব্যাটিং-বোলিংয়ের কোনো জবাব ছিল না বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে, সংবাদ সম্মেলনেও যেন দেখা গেল একই চিত্র। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে কোনো প্রশ্নেরই ব্যাখ্যা নেই। একের পর এক প্রশ্নে কেবল অসহায় আত্মসমর্পণই করে গেলেন বাংলাদেশ অধিনায়ক!

বিজ্ঞাপন

ফিল্ডিং নিয়ে প্রশ্নে নাজমুল বললেন, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব, সবাই যথেষ্ট অনুশীলন করেছে। অনুশীলনে সবাই প্রত্যেকটা ক্যাচও নেয়। (মাঠে) কেন (এমন) হয়েছে, তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি।’

বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার ‘অজুহাত’ নেই শান্তর কাছে। বলেছেন, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি। দল খারাপ করার পরে খারাপ লাগাটা কাজ করে এবং দলের জন্য কীভাবে আরও ভালো করা যায়, সেই ভাবনাও সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে।’

শ্রীলংকার বিপক্ষে লাল বলের সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন। লাল বলের ক্রিকেটের জন্য আদর্শ প্রস্তুতি নিতে পারেননি। তবে এটাকে কারণ হিসেবে উল্লেখ করতে চান না শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এসব মানিয়ে নিতে হবে বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই কথাটা আমি বলতে চাই না। কারণ বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এগুলো মানিয়েই খেলতে হবে। হ্যাঁ, যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো প্রস্তুতি একটু নেওয়ার সুযোগ থাকে। এখন সামনে যত খেলাই আছে, আমাদের এভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা তিন সংস্করণে কীভাবে মানিয়ে নিয়ে খেলতে পারি সেই চিন্তা করে অনুশীলন, প্রস্তুতি নেওয়া উচিত।’

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর