Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাটট্রিকে ম্যানসিটিকে জয়ে ফেরালেন ফোডেন

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৪ ০৪:৩৩

ঘরের মাঠে গেল ম্যাচেই আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। এর আগে আরেক শিরোপা প্রত্যাশী লিভারপুলের সঙ্গেও ড্র করেছিল সিটিজেনরা। দুই ম্যাচ পরে অবশেষে জয়ে ফিরল শিরোপাধারীরা। হ্যাটট্রিক করে সিটিজেনদের জয়ের নায়ক ইংলিশ তরুণ ফুটবলার ফিল ফোডেন।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলের ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারাল পেপ গার্দিওলার দল। ফোডেনের হ্যাটট্রিকের পাশাপাশি আরেকটি গোল করেন রদ্রি।

বিজ্ঞাপন

অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলেও লিগ টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি সিটিজেনদের। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল গোল পার্থক্যে এগিয়ে আছে দুই নম্বরে। এদিনই আরেক ম্যাচে লুটন টাউনকে ২-০ গোলে হারানো আর্সেনাল ৬৮ পয়েন্ট নিয়ে আপাতত আছে শীর্ষে।

লিগ টেবিলের শীর্ষ চার দলের বিপক্ষে টানা তৃতীয় ম্যাচ খেলতে নামে সিটি। এর আগে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করে দলটি। এবার আক্রমণাত্মক ফুটবলে ভিলাকে স্রেফ উড়িয়ে দিল তারা।

গোটা ম্যাচের ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৫টি শট নেয় সিটি। এর ১১টি ছিল লক্ষ্যে। এর বিপরীতে ভিলার আট গোলের তিনটি ছিল লক্ষ্যে।

ইতিহাদে প্রতিপক্ষের সমর্থকদের দুয়ো শোনা জ্যাক গ্রিলিশ তৃতীয় মিনিটে বাঁদিক দিক থেকে খুঁজে নেন হুলিয়ান আলভারেজকে। আর্জেন্টাইন স্ট্রাইকারের শট কাঁপায় পার্শ্ব জাল। ভিলাকে প্রবল চাপে রেখে তাদের অর্ধ থেকেই উঠতে দিচ্ছিল না সিটি। এর সুফল দলটি প্রায় দ্রুতই। রদ্রির চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় একাদশ মিনিটে। ডান দিক থেকে জেরেমি ডকুর চমৎকার ক্রসে ছুটে গিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

তবে ম্যাচে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি ভিলা। সপ্তদশ মিনিটে প্রতি আক্রমণ থেকে জালের দেখা পান কলম্বিয়ান ফরোয়ার্ড হুন দুরান। তার গোলে বড় অবদান আছে মর্গ্যান রজার্সেরও।

প্রথমার্ধের ৪১তম মিনিটে আর পারেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের অনুপস্থিতিতে পোস্টে দাঁড়ানো ওলসেন। চমৎকার ফ্রি কিকে জাল খুঁজে নেন ফোডেন। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের অর্ধেই গুটিয়ে ছিল ভিলা। ধৈর্য নিয়ে তাদের প্রতিরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সিটি। ফোডেন ও রিকো লুইস ভীতি ছড়ালেও গোলরক্ষকের খুব একটা পরীক্ষা নিতে পারছিলেন না। ৬২তম মিনিটে রদ্রির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন ফোডেন। পোস্টে লেগে ভেতরে যাওয়া বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না ভিলা গোলরক্ষকের। স্কোরলাইন হয়ে যায় ৩-১।

এর মিনিট আটেক পরে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ তারকা। ফ্রি কিকের আবেদন করেছিলেন তিনি। সেটা নাকচ করে দেন রেফারি। বল ছিল আলভারেজের পায়ে, তিনি খুঁজে নেন ফোডেনকে। ২৫ গজ দূর থেকে আচমকা শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে এটি ফোডেনের ২১তম গোল।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

সারাবাংলা/এসএস

ইপিএল টপ নিউজ ম্যানচেস্টার সিটি বনাম অ্যাস্টন ভিলা

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর