আমার কোচিংয়ের সেরা দল এই রিয়াল মাদ্রিদ: আনচেলোত্তি
৯ মে ২০২৪ ১১:১৭
প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কোচিংয়ে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। ক্যারিয়ারে এসি মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজি, জুভেন্টাস এবং চেলসির মতো দলের ডাগ আউটের দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদেও আছেন দুই দফায়। একমাত্র কোচ হিসেবে ঝুলিতে আছে চার চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এবার সেটাকে পাঁচে নিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে তিনি।
এমন সাফল্যমন্ডিত কোচের ক্যারিয়ারে কাকা, রোনালদিনহো, বেকহাম, মালদিনিদের নিয়ে গড়া এসি মিলান। কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা এবং সার্জিও রামোসদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের ডাগ আউট সামলেছেন। তবুও দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফেরা কার্লর কাছে সেরা স্কোয়াড এবারের রিয়াল মাদ্রিদ দল। যারা দুর্দান্ত ফুটবলে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
সেমিফাইনালের ফিরতি লেগে হোসেলুর জোড়া গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। লস ব্লাংকোদের জয় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে। রিয়ালকে ফাইনালে তুলে শিষ্যদের নিয়ে ঢালাও প্রশংসা করেছেন আনচেলোত্তি। বলেছেন তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডই সেরা।
কার্লো বলেন, ‘এটা অবিশ্বাস্য! খেলোয়াড়দের কাছে আমি কৃতজ্ঞ। কঠোর পরিশ্রম করেছে তারা। আমি মনে করি, আমার ক্যারিয়ারে যতগুলো স্কোয়াড নিয়ে কাজ করেছি তার মধ্যে এটাই সেরা।’
বদলি নেমে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে নেওয়ার নায়ক হোসেলু। এই স্প্যানিশ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েন আনচেলোত্তি, ‘আমাদের বিশ্বাস ছিল। হোসেলু দারুণ খেলেছে। সে খুবই ভালো একজন স্ট্রাইকার। আমরা খুব ভালো খেলেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ-শক্তি ধরে রেখেছি।’
প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের রক্তে মিশে আছে। শেষ বাঁশি বাজার আগে হার মানতে নারাজ অল হোয়াইটরা। বার্নাব্যুতে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে কার্লো আনচেলোত্তি বললেন, ‘যখন বায়ার্ন এক গোলে এগিয়ে গেল তখনো আমাদের বিশ্বাস ছিল আমরা ফিরতে পারব। বার্নাব্যুতে আমাদের সমর্থকদের সামনে এটা কিছুটা সাধারণ ব্যাপার। আমরা এমন কিছু করতে চাই যেটা অপ্রত্যাশিত।’
আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কার্লো আনচেলোত্তি টপ নিউজ রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ