‘বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে’
১৭ মে ২০২৪ ১৮:৩৮
কদিন পরেই বাজবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল। বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যেই বিশ্বকাপের দেশে পৌঁছে গেছে। এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে গেছে বাংলাদেশ। এই সিরিজ শেষ হতেই শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে বেশ শক্ত গ্রুপেই পরেছে বাংলাদেশ। তাছাড়া দল হিসেবেও খুব একটা ছন্দে নেই টাইগাররা। তবে বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ মনে করছেন, তারা অবশ্যই গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে।
চোটের কারণে তাসকিনের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তাকে পাওয়ার আশায় বিশ্বকাপের দল ঘোষণা দুই দিন পেছানো হয়। শেষ পর্যন্ত তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল দিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজের ভাবনা জানিয়ে গেছেন তাসকিন। বিসিবির প্রকাশিত সেই ভিডিওতে তারকা পেসারকে বলতে শোনা যায়, ‘আমি বিশ্বাস করি আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে। যদিও প্রথম দুটো ম্যাচই বড় ম্যাচ। টি-টোয়েন্টি খুবই অনিশ্চয়তার খেলা। যেকেউ যা কাউকে হারিয়ে দিতে পারে। নেদারল্যান্ডস, নেপালকেও হালকাভাবে নেওয়ার কিছু নেই। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। আমরা অবশ্যই যাব দ্বিতীয় রাউন্ডে।’
চোট ও পারফরম্যান্স বিচার করে ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাসকিনের। সেবার মানসিকভাবে ভেঙেই পরেছিলেন। সেই তাসকিনের জন্যই এবার দল ঘোষণা দুই দিন পেছানো হলো। বিষয়টি গর্বিত করছে তারকা পেসারকে। এই আস্থার প্রতিদান দিতে চান তাসকিন।
বলেছেন, ‘আমি অনেক ভালো অনুভব করছি। দলে আছে, সহ-অধিনায়ক হয়েছি। একটা জিনিস আমার মনে পড়েছে। ২০১৯ সালের বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পেছাতে হয়েছে, দুদিন পরে দিয়েছে। এটা গর্বের মুহূর্ত। চেষ্টা করব এই সম্মান দেওয়ার।’
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পরেছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।
সারাবাংলা/এসএইচএস