Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত মোস্তাফিজে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২২:৪৩

পরপর দুই ম্যাচ হেরে ক্রিকেটে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগেই সিরিজ হারের লজ্জা নিয়ে বসে আছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় টি-টোয়েন্টিতে বোলিংটা অবশ্য দুর্দান্ত হলো বাংলাদেশের। মোস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানেই আটকে রেখেছে বাংলাদেশ।

মোস্তাফিজ আজ ৪ ওভার বোলিং করে এক মেডেনে মাত্র ৯ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন। বাংলাদেশি পেসারের  ক্যারিয়ার সেরা বোলিং এটা। এর আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৫/২২।

শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে স্বাগতিক যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। ওপেনিং জুটিতে শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রেয়াস গাউস ৪৬ রান তুললে সেটা বড় স্কোরের ইঙ্গিতই দিচ্ছিল।

১৫ বলে ২৭ রান করা আন্দ্রেয়াস গাউসকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। এতে একটা ইতিহাসে নামও উঠেছে সাকিবের। ইতিহাসের ১৭তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক বনেছেন সাকিব। পাওয়ার প্লের শেষ ওভারে অপর ওপেনার জাহাঙ্গীরকে ফেরান মোস্তাফিজুর রহমান।

দশম ওভারে আবারও আক্রমণে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মোস্তাফিজ। ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাঝের ওভাগুলোতে ভালো বোলিং করেছেন অন্য বোলাররাও। এবং শেষ দিকে মোস্তাফিজুর রহমন ছিলেন রীতিমতো বিধ্বংসী।

১৮তম ওভারে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারেও দুই উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। সব মিলিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে বাংলাদেশ। মোস্তাফিজ মাত্র ৯ রানে নেন ৬ উইকেট।

যুক্তরাষ্ট্রের পক্ষে গাউস সর্বোচ্চ ২৭ রান করতে চার মেরেছেন ৫টি, ছক্কা ১টি। এছাড়া অপর ওপেনার জাহাঙ্গীর ১৮, কোরি অ্যান্ডারসন ১৮ ও শাঙ্কউইক ১২ রান করেছেন।

বাংলাদেশের অপর বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ মোস্তাফিজুর রহমান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর