বৃষ্টি ভাসিয়ে দিল ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ
৫ জুন ২০২৪ ০৪:১২
দফায় দফায় বৃষ্টির কারণে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিণত হলো টি-টেনে। আর শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই গেল ম্যাচটি। অর্থাৎ বৃষ্টিতে খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়ে। আর তাতেই ইউরোপিয়ান দলের বিপক্ষে এখনও জয়টা অধরায় রয়ে গেল ইংলিশদের।
মঙ্গলবার (৪ জুন) বারবাডোজে বৃষ্টির কারণে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি নামিয়ে আনা হয় ১০ ওভারে। যেখানে বিনা উইকেটে ৯০ রান তোলে স্কটিশরা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৯। কিন্তু ইনিংস বিরতিতে আরেক দফা বৃষ্টিতে আর খেলা সম্ভব হয়নি।
আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে জয়ের অপেক্ষা আরও বেড়ে গেল ইংল্যান্ডের। আগের চার ম্যাচের তিনটিই তারা হারে (নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি, আয়ারল্যান্ডের বিপক্ষে একটি), ফল হয়নি অন্যটির। এই সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে এটিই ছিল ইংলিশদের প্রথম ম্যাচ। এর আগে তারা ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাঁচবার, ২০১৮ সালে যার সবশেষটিতে জিতেছিল স্কটল্যান্ড।
বারবাডোজে ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানা। তাতেই খেলা শুরু হতে দেরি প্রায় এক ঘণতা। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড প্রথম ৩ ওভারে করে ২৬ রান। পঞ্চম ওভারে মার্ক উডের বল আকাশে তুলে জস বাটলারের গ্লাভসে ধরা পড়েন মানজি, তবে উইকেট মেলেনি। ‘ওভারস্টেপ’ করেছিলেন বোলার, ‘নো’ বল! তখন ১৬ রানে খেলছিলেন মানজি।
এরপর ৬.২ ওভারে স্কটল্যান্ডের রান যখন বিনা উইকেটে ৫১, তখনই আরেক দফা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। লম্বা সময় পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে, অর্থাৎ স্কটল্যান্ডের সামনে তখন সুযোগ কেবল আর ২২ বল খেলার। সেই ২২ বলে মানজি ও মাইকেল জোন্স যোগ করেন ৩৯ রান।
৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন জোন্স। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪১ রান করেন মানজি। এই দুজনের ৯০ রানের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে স্কটল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ আসরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েছিলেন রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস।
শেষ পর্যন্ত আর খেলা মাঠে না গড়ানোয় দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে যায় পয়েন্ট।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ম্যাচ পরিত্যক্ত স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড