Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার পেপে

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪ ০২:৩৯

২০০৭ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক পেপের। এরপর খেলে যাচ্ছেন টানা। ২০২৪ ইউরোতেও পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেপে। জার্মানিতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমে পেপে গড়ে ফেললেন অনন্য এক রেকর্ড। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোতে মাঠে নামার রেকর্ড গড়লেন তিনি।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে দিয়োগো দালোত, রুবেল দিয়াসের সঙ্গে অভিজ্ঞ পেপেকে রেখে রক্ষণভাগ সাজিয়েছেন পর্তুগাল কোচ। দলের অধিনায়ক রোনালদোও প্রায় পেপের সমবয়সী; ৩৯ বছর বয়স এই পর্তুগিজ মহাতারকার। আর সেন্টার ব্যাক পেপে এই ম্যাচে খেলতে নেমেছেন ৪১ বছর ১১৩ দিন বয়সে।

পেপে ভাঙলেন হাঙ্গেরির গ্যাবর কিরালির করা ৮ বছর আগের করা রেকর্ড। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের বিপক্ষে ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলেছিলেন হাঙ্গেরির সাবেক গোলরক্ষক।

এই ম্যাচে ৩৯ বছর বয়সে খেলতে নেমেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি তার ষষ্ঠ ইউরো চ্যাম্পিয়নশিপ। গত আসরেই তিনি সর্বোচ্চ ৫ বার ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকে তুললেন আরো উঁচুতে।

জাতীয় দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা (১৩৭টি) খেলোয়াড়ও এই ডিফেন্ডার। তালিকায় শীর্ষে রোনালদো, ২০৭ ম্যাচ নিয়ে।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ টপ নিউজ পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র পেঁপে রেকর্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর