ইউরোর পর আমাদের ভিন্ন চোখে দেখা হবে— তুরস্কের কোচ
৭ জুলাই ২০২৪ ১৩:১৬
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলেছে তুরস্ক। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছে। গ্রুপ পর্ব শেষে শেষ ষোলোর বাধা পেরিয়ে সেমিফাইনালেই উঁকি দিচ্ছিল তারা। নেদারল্যান্ডসের সঙ্গে সমানে সমান টক্করও দিয়েছিল ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি দলটি। কোয়ার্টার থেকে ছিটকে গেলেও দল নিয়ে গর্বিত তুরস্কের কোচ মন্তেল্লা। তার মতে, এরপর থেকে তুরস্ককে সবাই ভিন্ন চোখে দেখবে।
এবারের ইউরোতে বেশ নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে নজর কাড়ে তুরস্ক। ফলাফলও নিজেদের পক্ষে আনতে সমর্থ্য হয় তারা। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়েও শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল তারাই। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শেষ চারে উঠে যায় ডাচরা।
কোয়ার্টার থেকে ছিটকে যাওয়ার হতাশা অবশ্যই আছে তুরস্কের। তবে বিদায়ের বেদনা ছাপিয়ে কোচ মন্তেল্লার কাছে প্রাপ্তির আনন্দই বেশি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের টিম স্পিরিট দারুণ এবং আমাদের সমর্থকরা যেভাবে দলের পাশে থেকেছেন তা ছিল অনন্য। আমরা খুবই গর্বিত। আমাদের দল যেভাবে খেলেছে, যেভাবে নিজেদের মেলে ধরেছে এবং মানিয়ে নিয়েছে, তা ছিল দুর্দান্ত। আমাদের একটি স্বপ্ন ছিল এবং আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমরা যেভাবে খেলেছি এবং এই দলের যেমন মানসিকতা, তা ধরে রাখতে হবে আমাদের এবং পরের আসরে এটিকে বয়ে নিতে হবে।’
এবারে ইউরোতে দলের পারফরম্যান্সের পর দল নিয়ে গর্ববোধ করছেন মন্তেল্লা। আর সামনের টুর্নামেন্টগুলোতেও তার দলকে সবাই অন্য দৃষ্টিতে দেখবে বলেও মনে করছেন তিনি।
মন্তেল্লা বলেন, ‘দলকে নিয়ে অবশ্যই গর্ব করতে হবে আমাদের। দারুণ উজ্জীবিত হয়ে খেলেছে ওরা, তুর্কি চেতনা নিয়ে খেলেছে। তুরস্কের মানুষদের ভালোবাসা আমরা অনুভব করেছি এবং দলকে নিয়ে আমি গর্বিত। এই ইউরোর পর তুরস্ককে ভিন্ন চোখে দেখা হবে, হয়তো আরও বেশি শ্রদ্ধা করা হবে।’
সারাবাংলা/এসএস