Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

স্পোর্টস করেসপন্টেন্ড
২৪ আগস্ট ২০২৪ ২২:৪৫

সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে দেশে। এদিকে, সাকিব এই মুহূর্তে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজ খেলছেন পাকিস্তানে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি বিসিবি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হলো। অর্থাৎ আরও একদিন খেলা বাকি। এমন অবস্থায় সাকিবকে বাদ দেওয়ার ভাবনা নেই বিসিবির। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসা হবে বলে জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) মিরপুরের বিসিবি কার্যালয়ে পরিচালকদের সঙ্গে লম্বা সময় অনানুষ্ঠানিক বৈঠক করেছেন ফারুক আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান।

ফারুক আহমেদ বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’

সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেছেন ফারুক আহমেদ, ‘এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছু এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো। এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর