Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল খেলে কপাল পুড়লো জুনাইদের


২০ ডিসেম্বর ২০১৭ ১৯:৪১

সারাবাংলা ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৬ জানুয়ারি। ২২ থেকে ২৮ জানুয়ারি মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের এই সিরিজ দুটির কোনোটিতেই থাকতে পারছেন না বিপিএলে খুলনা টাইটান্সে খেলা পাকিস্তানি পেসার জুনাইদ খান।

বিপিএলের সদ্য শেষ হওয়া আসরে খুলনার জার্সিতে খেলতে গিয়ে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন জুনাইদ খান। সেই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান পাকিস্তানের এই পেসার। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না তিনি-এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি সপ্তাহের শেষের দিকেই পাকিস্তানের দল ঘোষণা করার কথা রয়েছে। ২৬ ডিসেম্বর দেশ ছাড়বে পাকিস্তান দল।

জুনাইদের পায়ের হাড়ে ফাটল ধরা পড়েছে। চিকিৎসক সোহেল সালিমের অধীনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল প্যানেল এই পেসারকে আরও চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/এমআরপি/২০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর