Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল দ্বিগুণেরও বেশি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪

২০২৩ সালের জুন মাসে আইসিসির বার্ষিক সভাতেই সিদ্ধান্ত হয়েছিল, বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজমানি দেওয়া হবে নারীদেরকে। জানা গেল, চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সেটা কার্যকর হতে যাচ্ছে। তাতে মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি বাড়ছে দ্বিগুণেরও বেশি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। মেয়েদের ক্রিকেটকে সম্প্রসারিত করতে, সমৃদ্ধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছে আইসিসি।

বিজ্ঞাপন

আইসিসির নতুন ঘোষণায় এবারের নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি থাকছে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার। প্রাইজমানি বাড়ছে বিশ্বকাপের প্রতিটি পর্যায়েই।

নারী বিশ্বকাপ জয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ মিলিয়ন ডলার। অর্থাৎ ১৩৪ শতাংশ বাড়ছে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়নদের প্রাইজমানি। রানার্সআপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার।

গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দলগুলো যা পেয়েছিল এবার পাবে তার তিনগুণ। এবার সেমিতে উঠা চার দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ী দল আগের থেকে ৭৮ শতাংশ বৃদ্ধিতে এবার পাবে ৩২ হাজার ১৫৪ ডলার। আর বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই পাবে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে।

পঞ্চম থেকে অষ্টম হওয়া দলগুলোর জন্য বরাদ্দ থাকবে ২ লাখ ৭০ হাজার ডলার। নবম ও দশম হওয়া দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার।

দশটি দল নিয়ে আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর