Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে তারণ্যনির্ভর দল দিল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৭

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলে নতুন মুখ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, মোহাম্মদ সিরাজ, শুভমান গিল, অক্ষর প্যাটেলদের রাখা হয়নি বাংলাদেশ সিরিজের দলে। তবে অধিনায়ক হিসেবে যথারীতি সূর্যকুমার যাদবই আছেন।

বিজ্ঞাপন

২২ বছর বয়সী মায়াঙ্ক যাদব এবার আইপিএলে মাত্র ৪ ম্যাচ খেলেই আলোচনায় আসেন। গতির ঝড় তুলে নজর কেড়েছিলেন তরুণ পেসার। চোটে ছিটকে পড়ার আগে ওই ৪ ম্যাচেই নিয়েছিলেন ৭ উইকেট।

এদিকে, প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। দলে ডাকা হয়েছে নীতিশ কুমার, অভিষেক শর্মা, জিতেশ শর্মা, হারশিত রানাদের মতো তরুণদের।

বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৬ অক্টোবর। গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোবর, হায়দরাবাদে ১২ অক্টোবর হবে শেষ টি-টোয়েন্টি।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিঞ্চয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর