Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের জন্য কোহলি-পান্তের বিশেষ উপহার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ২১:০৯

অনেকে মনে করছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টটাই সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকবে! আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। তবে তার জন্য সাকিবের চাওয়া নিরাপত্তা ও দেশ ত্যাগের নিশ্চয়তা এবং বিপরীতে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে অনেকে মনে করছেন, দেশের মাটিতে খেলে বিদায় নেওয়ার ইচ্ছা হয়ত পুরণ হবে না সাকিবের। অনেক হিসেব মিলিয়ে সাকিবের দেশের মাটিতে বিদায় হলেও ভারতের বিপক্ষে যে তার আর টেস্ট খেলা হবে না তা নিশ্চিত। তাই কানপুরে বিদায়বেলায় সাকিবকে বিশেষ উপহার তুলে দিলেন বিরাট কোহলি।

বিজ্ঞাপন

কানপুরে আজ ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আড়াই দিনেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। আজ ম্যাচ শেষে সাকিবকে ‘এমআরএফ’ এর একটি ব্যাট ধরিয়ে দিয়েছেন বিরাট কোহলি। সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটার রিষভ পান্তও।

ম্যাচ শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এই সময় সাকিবের দিকে এগিয়ে আসেন বিরাট কোহলি।  একটি ব্যাট তুলে দেন সাকিবের হাতে।

কোহলির এমন উপহারে সাকিব হয়তো একটু অবাকই হয়েছিলেন! পরে সাকিবের কাঁধে হাত রেখে খোশগল্পে মেতে উঠেন ভারতীয় ক্রিকেটের বড় তারকা।

কানপুর টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। প্রথম ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯ রানে আউট হওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৮ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। তবে প্রথম ইনিংসে ৭৮ রানে নিয়েছেন ৪ উইকেট, তার মধ্যে বিরাট কোহলির উইকেটটাও ছিল।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর