Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের জয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯

আগে ব্যাটিং করে খুব বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ নারী দল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়েও জয় এনে দিল বোলিং ডিপার্টমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জিতেছে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ-স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচটা নিজেদের জয়ে স্মরণীয় করে রাখল বাংলাদেশ। এতে দীর্ঘ একটা বান্ধত্বও কাটল বাংলাদেশ নারী দলের।

এর আগে প্রায় দশ বছর যাবত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পায়নি বাংলাদেশ। ম্যাচের হিসেবে টানা ১৬ ম্যাচ জয়হীন ছিল বাংলাদেশি মেয়েরা। আজ সেই আক্ষেপ ঘুচল।

বিজ্ঞাপন

১১৯ রানের পুঁজি টি-টোয়েন্টিতে যেকোনো দলের বিপক্ষেই খুব একটা স্বাচ্ছন্দের নয়। ইনিংস বিরতির সময় বাংলাদেশের সোবহানা সেটা বলছিলেনও। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ।

বোলিংয়ে বাংলাদেশের সাফল্যের শুরুটা হয়েছিল ফাহিমা খাতুনের হাত ধরে। ইনিংসের তৃতীয় ওভারে উইকেট এনে দেন ফাহিমা। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার।

বাংলাদেশি বোলারদের স্কটিস মেয়েদের চেপে ধরার সূচনা সেখানেই। এরপর স্কটল্যান্ডের চাপ শুধু বাড়িয়েছেই বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। যাতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি স্কটল্যান্ড। শেষ পাঁচ ওভারে ৪৮ রান দরকার ছিল স্কটল্যান্ডের। এই সমীকরণ মিলাতে পারেনি দলটি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে স্কটল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিতু মনি। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। একটি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া।

এর আগে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৬ রান তুলেছে। মুরশিদা খাতুন একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে না পারায় এই জুটি ভেঙেছে পঞ্চম ওভারে। এরপর উইকেট হাতে রেখে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রথম দশ ওভারে তাই আর উইকেট পরেনি।

১২তম ওভারে অপর ওপেনার সাথি রানীকে হারায় বাংলাদেশ। ৩ চারে ৩২ বলে ২৯ রান করে ফেরেন সাথি। পরের ওভারে তাজ নেহার নিজের ভুলে রান আউট হলেও শেষ দিকে ঝড় তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশের হাতে ছিল ৭ উইকেট। কিন্তু শেষ দিকে ঝড় তুলতে পারেননি কেউই। অনেকক্ষণ ধরে ক্রিজে থাকা সোবহানা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে করেছেন ১৮ রান। অন্যরাও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন।

যাতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমেছে বাংলাদেশ নারী দল।

 

সারাবাংলা/এসএইচএস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর